বিয়ের একবছরের মাথাতেই দুই থেকে তিন হয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী। কৃষভি এসেছে তাঁদের জীবনে। যদিও নিজের প্রেগন্যান্সির খবর শ্রীময়ী কাকপক্ষীকেও জানাননি। পুরোটাই হয়েছে গোপনে। গত বছর কালীপুজোর পরের দিনই কাঞ্চন ও শ্রীময়ীর পরিবারে খুশির খবর আসে। এই নিয়ে ট্রোল-কটাক্ষের মুখোমুখি হলেও খুব একটা এইসব কিছুকে পাত্তা দিতে নারাজ এই তারকা দম্পতি। এবার কাঞ্চন ও শ্রীময়ী তাঁদের নিজস্ব অভিজ্ঞতা থেকে দুই থেকে তিন হওয়ার টিপস দিলেন পরিচালক রাজা চন্দ ও তাঁর স্ত্রী পিয়ানকে।
দুই থেকে তিন হওয়ার টিপস
সম্প্রতি শহরের এক ফিল্মি পার্টিতে এই দুই তারকা দম্পতিকে দেখা গেল একসঙ্গে। যেখানে কাঞ্চন-শ্রীময়ী গল্প করছিলেন পরিচালক রাজা চন্দ ও তাঁর স্ত্রী পিয়ানের সঙ্গে। সেখানেই শ্রীময়ীকে বলতে শোনা যায় যে তাঁরা রাজা ও পিয়ানকে দুই থেকে তিন হওয়ার টিপস দিচ্ছিলেন। যাতে তাঁদের সংসারেও খুদে অতিথির আগমন হয়। যদিও কাঞ্চন মজার সুরে বলেন যে তিনি এই নিয়ে বই লিখবেন, যা আগামী বছরের বইমেলায় পাওয়া যাবে। প্রসঙ্গত, কাঞ্চন ও শ্রীময়ী বহু বছর ধরে সম্পর্কে থাকার পর গত বছরের ফেব্রুয়ারিতে প্রথমে আইনি বিয়ে ও মার্চ মাসে সামাজিক বিয়ে সারেন।
বিয়ের পরই প্রেগন্যান্ট শ্রীময়ী
বিয়ের পর পরই শ্রীময়ী অর্ন্তঃসত্ত্বা হয়ে যান। কিন্তু সেই খবর বাইরে যাতে না বেরোয় তার জন্য অনেক সাবধানতা অবলম্বন করেছিলেন। বাধ্য হয়েছিলেন সিরিয়ালের কাজ ছাড়তেও। কাঞ্চনের সঙ্গে মলদ্বীপে বেবিমুনেও যান শ্রীময়ী। এরপর কালীপুজোর সময় হঠাৎ করে তাঁর বেড়ে যাওয়া ওজন ও বেবিবাম্প নজরে আসে। কিন্তু এরপরও কিছুই জানাননি কাঞ্চন ও শ্রীময়ী। তবে এর পরপরই কাঞ্চন নিজেই সুখবর ঘোষণা করেন সোশ্যাল মিডিয়া পেজে। জানান যে শ্রীময়ী জন্ম দিয়েছেন ফুটফুটে মেয়ের। এরপরই একে একে শ্রীময়ীর বেবিবাম্পের ছবি, প্রেগন্যান্সি ফটোশ্যুট ও সাধ খাওয়ার ছবি সামনে আসে।
রাজা ও পিয়ানের নেই সন্তান
অপরদিকে, পরিচালক রাজা চন্দ ও পিয়ান সরকার বিয়ে করেন ২০১৮ সালে। দেখতে দেখতে তাঁদের বিয়ে এই বছর ৬ বছরে পা দেবে। এখনও তাঁদের কোনও সন্তান নেই। যদিও এই নিয়ে তাঁরা একেবারেই ভাবিত নন। পিয়ান ও রাজা দুজনেই নিজেদের কাজ নিয়ে ভীষণভাবে ব্যস্ত থাকেন। পিয়ানকে শুভ বিবাহ সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে। অন্যদিকে, সম্প্রতি রাজা চন্দের সিরিজ বিভীষণ চলছে জি ফাইভে। যেখানে সোহম ও দেবচন্দ্রিমাকে একসঙ্গে দেখা যাচ্ছে।