Advertisement

Kanchan Sreemoyee Trolled: শ্রীময়ীর পা তুলতে গিয়ে এ কী অবস্থা কাঞ্চনের! বিদ্রুপ সোশ্যালে

টলিপাড়ায় যাঁদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়ে থাকে, তাঁরা হলেন উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। ছবি হোক বা ভিডিও, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেই তা নিয়ে নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে ছাড়েন না। তবে এইসব ট্রোলিং, খারাপ মন্তব্য নিয়ে একেবারে ভাবতে রাজি নন এই তারকা দম্পতি।

কাঞ্চন-শ্রীময়ীকাঞ্চন-শ্রীময়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2026,
  • अपडेटेड 1:37 PM IST
  • ৩১ ডিসেম্বরের রাতে পার্টি করতে গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী।

টলিপাড়ায় যাঁদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়ে থাকে, তাঁরা হলেন উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। ছবি হোক বা ভিডিও, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেই তা নিয়ে নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে ছাড়েন না। তবে এইসব ট্রোলিং, খারাপ মন্তব্য নিয়ে একেবারে ভাবতে রাজি নন এই তারকা দম্পতি। বরং ভালোবাসার মধ্যেই বাঁচতে চান তাঁরা। বর্ষবরণের রাতে বেশ কিছু ছবি পোস্ট করতেই ফের নোংরা মন্তব্য ধেয়ে এল কাঞ্চন ও শ্রীময়ীর দিকে। 

৩১ ডিসেম্বরের রাতে পার্টি করতে গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। কাঞ্চন-পত্নী পরেছিলেন গ্লিটারি কালো রঙের শর্ট ড্রেস আর তৃণমূলের বিধায়কের পরনে ছিল কালো রঙের লেদার জ্যাকেট ও কালো জিন্স। বরের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন শ্রীময়ী। সেখানে একটা ছবিতে দেখা গিয়েছে কাঞ্চনের গালে চুমু দিচ্ছেন শ্রীময়ী আর একটি ছবিতে দেখা যাচ্ছে শ্রীময়ীকে ধরে কোলে তোলার চেষ্টা করছেন  অভিনেতা। এই ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয় তাঁদের। 

কাঞ্চনকে উদ্দেশ্য করে কেউ লেখেন, 'বৃদ্ধস্য তরুণী ভার্যা'। আবার কেউ লেখেন, 'বুড়ো বয়সে লাক বলতে হবে'। আবার কেউ শ্রীময়ীর উদ্দেশ্যে লেখেন, 'একটু রোগা হও, তুলতে সুবিধা হবে'। আবার কেউ লিখেছেন, 'বেচারা ওই পা আর তুলতে পারছে না'। আবার কেউ শ্রীময়ীর বডি শেমিং করতেও ছাড়েননি। তবে এইসব কটাক্ষ বা ট্রোলের পাল্টা দিতে দেখা যায়নি কাঞ্চন-পত্নীকে। এৎ আগেও একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন এই তারকা দম্পতি। বাড়াবাড়ি কিছু না হলে, সেভাবে পাল্টা জবাব দিতে দেখা যায় না কাঞ্চন ও শ্রীময়ীকে। 

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমে আইনত বিয়ে আর তারপর মার্চে সামাজিকভাবে বিয়ে করেন কাঞ্চন ও শ্রীময়ী। এর আগে তৃণমূল বিধায়কের ২টো বিয়ে টেকেনি, তার ওপর শ্রীময়ী বয়সে অনেকটাই ছোট, তাই তাঁদের সম্পর্ক জানাজানি হওয়ার পর থেকেই তাঁদের নিয়ে ট্রোল-কটাক্ষ কম হয়নি। আর যে কারণে শ্রীময়ী গত বছর কৃষভির জন্মের আগে পর্যন্ত নিজের প্রেগন্যান্সির খবর কাকপক্ষীতেও জানাজানি হতে দেননি। কারণ বিয়ের পর পরেই কাঞ্চন-পত্নী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। এখন তারকা দম্পতির সময় কাটে ছোট্ট কৃষভির সঙ্গেই। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement