Advertisement

Koushani-Bonny: বনির গলায় মালা দিলেন কৌশানী, বিয়েটা কি হয়ে গেল? VIDEO

Koushani-Bonny: টলিপাড়ার পাওয়ার কাপল বনি-কৌশানী। তাঁদের প্রেমের কাহিনী বেশ দীর্ঘ। একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়। এই মুহূর্তে দুজনেই ব্যস্ত তাঁদের কেরিয়ার নিয়ে। কবে বিয়ে করবেন সেই বিষয়েও এখনও কোনও কিছুই জানাননি তাঁরা।

কৌশানী-বনিকৌশানী-বনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2025,
  • अपडेटेड 12:22 PM IST
  • টলিপাড়ার পাওয়ার কাপল বনি-কৌশানী।

টলিপাড়ার পাওয়ার কাপল বনি-কৌশানী। তাঁদের প্রেমের কাহিনী বেশ দীর্ঘ। একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়। এই মুহূর্তে দুজনেই ব্যস্ত তাঁদের কেরিয়ার নিয়ে। কবে বিয়ে করবেন সেই বিষয়েও এখনও কোনও কিছুই জানাননি তাঁরা। তবে উল্টোরথের দিন ইসকনের অনুষ্ঠানে গিয়ে বনির গলায় সটান মালা পরিয়ে দিলেন কৌশানী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন বেশ ভাইরাল। 

উল্টোরথেই মালাবদল?
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি বনি-কৌশানী। শুধু পর্দাতেই নয়, বাস্তবেও তাঁরা বহু বছর ধরে সম্পর্কে রয়েছেন। বিয়ে নিয়ে এখনও তাঁদের কোনও মাথাব্যথা নেই। শনিবার ইসকনের উল্টো রথে যোগ দেন এই জুটি। সেখানেই কৌশানীকে দেখা যায় বনির গলায় মালা পরাতে। এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ বলতে থাকেন যে রথের দিনই মালাবদল করে নিলেন বনি-কৌশানী। যদিও এদিন কোনও মালাবদল হয়নি। 

রথের দড়ি টানেন বনি-কৌশানী
আসলে ইসকনের রথযাত্রায় অংশগ্রহন করা ভক্তবৃন্দরা এদিন গলায় মালা পরেন। সেই রীতি মেনেই বনি এবং কৌশানিও গলায় মালা পরলেন। আর কৌশানি নিজে মালা পরে, বনির গলাতেও মালা পরিয়ে দেন। উল্টোরথে কৌশানী ও বনিকে দেখা যা রথের দড়ি টানতে। নায়িকা কালো রঙের শার্ট ও রিপ জিন্স পরেছিলেন। গলায় একটি বেগুনী রঙের উত্তরীয় ছিল। পাশেই ছিলেন বনি। অভিনেতা পরেছিলেন একটি সাদা রঙের কুর্তা এবং ধূসর রঙের প্যান্ট। দু'জনের গলায় ছিল মালা, চোখে ছিল সানগ্লাস।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কীভাবে শুরু প্রেম?
কিছুদিন আগেই বনি ও কৌশানী তাঁদের সম্পর্কের ১০ বছরের সম্পর্কের উদযাপন করেন। রাজ চক্রবর্তী পরিচালিত পারব না আমি ছাড়তে তোকে ছবির সময়ই তাঁদের প্রেমের শুরু। এই ছবির মাধ্যমেই কৌশানী অভিনয় জগতে পা রেখেছিলেন। সেই সময় তাঁদের এই জুটি বেশ মন জয় করে নিয়েছিল দর্শকদের। আর তারপর সেই পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেনি তাঁরা। বরং অকপটে সকলের সামনে ধরা দিয়েছেন নানা মুহূর্তে। এখন এই লাভ বার্ডস কবে বিয়ের পিঁড়িতে বসছেন, সেদিকেই তাকিয়ে সকলে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement