গত বছর ঠিক এইদিনেই হঠাৎ করে বিয়ে সেরে নিয়েছিলেন টলিউডের মোস্ট ব্যাচেলর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। আইনিভাবে ছিমছাম করেই পরম বিয়ে করেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা পিয়া সেনগুপ্তের সঙ্গে। এই বিয়ের পর কম হইচই হয়নি। একাধিক ট্রোলের মুখে পড়েছিলেন এই তারকা দম্পতি। কিন্তু গত একবছরে পরম-পিয়ার সাধারণ দাম্পত্য জীবন সকলের মন জয় করেছে। বিশেষ করে তাঁদের গানের একাধিক যুগলবন্দি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই সেখানে হাজার হাজার লাইক-কমেন্ট পড়ে। আর বিয়ের প্রথম বিবাহবার্ষিকী। আর এইদিনটাও পরম-পিয়ার যুগলবন্দির সাক্ষী থাকলেন তাঁর অনুরাগীরা। দুজনেই গানে গানে নিজেদের ভালোবাসা প্রকাশ করলেন।
মঙ্গলবার রাতেই পরম ও পিয়া তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে পরমের হাতে গিটার আর পিছনে বসে রয়েছেন পিয়া। শুরু হল তাঁদের মিউজিক্যাল সফর। বিয়ের প্রথম জন্মদিনে পিয়া-পরম একে অন্যকে বললেন, ‘ভালোবাসি তোমায় তাই জানাই গানে...’। কিছুদিন আগেই পরম ও পিয়াকে এক ইভেন্টে একসঙ্গে গান গাইতেও দেখা গিয়েছে। আর বিয়ের প্রথম বিবাহবার্ষিকী যে গানের মাধ্যমেই উদযাপন হবে তা বলাই বাহুল্য।
দেখতে দেখতে পরম-পিয়ার বিয়ে একবছরে পা দিল। এই এক বছরে সোশ্যাল মিডিয়ায় পিয়া কখনও ভাগ করে নিয়েছেন তাঁর ছোট্ট সংসারের ঝলক আবার কখনও বা পরমের সঙ্গে ঘুরতে যাওয়ার মুহূর্ত কিংবা পোষ্যের সঙ্গে বাড়িতে তাঁদের সময় কাটানো। তবে এতকিছুর মধ্যে মাঝে মাঝেই পরম-পিয়ার যুগলবন্দির ভিডিও দারুণভাবে ভাইরাল নেট দুনিয়ায়। কখনও রবীন্দ্রসঙ্গীত আবার কখনও বা হিন্দি গান আবার কখনও বা আধুনিক গান গেয়ে এই তারকা দম্পতি নেটিজেনদের মন জয় করে নিয়েছেন। এ দিনেও তাঁর অন্যথা হলো না।
সম্প্রতি প্রথমবার একসঙ্গে অনুষ্ঠান করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া সেনগুপ্ত। বলা চলে বিয়ের মাসে অনুরাগীদের জন্য তারকা দম্পতির তরফে উপহার। আর বিবাহবার্ষিকীর দিন গান গেয়ে পোস্ট করলেন পিয়া। জনপ্রিয় গান গেয়ে সেটাই লিখলেন ক্যাপশনে। গলা মেলালেন পরমব্রতও। ইনস্টাগ্রামে লেখেন, ‘সূর্য, বৃষ্টি আর ঝড় পেরিয়ে এগিয়ে চলব আমরা... একটা বছর পেরিয়েছে, আরও অনেক বছর একসঙ্গে চলতে হবে কারণ একসঙ্গে আমাদের মিষ্টি লাগে। ভালোবাসি তোমায় তাই জানাই গানে... শুভ বিবাহবার্ষিকী।’ শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়।