পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনেই জগন্নাথ দেবের ভক্ত। প্রত্যেক বছর রথের দিন পুরী যাওয়া চাই তাঁদের। রাজ-শুভশ্রীর বাড়িতেও রয়েছে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব। সেখানেও নিত্যপুজো হয়। প্রতিবছরই পুরীর রথযাত্রায় যোগ দেওয়ার চেষ্টা করেন রাজ ও শুভশ্রী। তবে এই বছর উল্টোরথের দিন পুরী পৌঁছে গেলেন তারকা দম্পতি। করলেন জগন্নাথ দর্শন।
পুরীতে রাজ-শুভশ্রী
শুভশ্রী ও রাজ দুজনেই পুরীর জগন্নাথ ধামের কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। সেখানে রাজ ও শুভশ্রী দুজনকেই দেখা গিয়েছে সাদা পোশাকে। শুভশ্রীর নায়িকা সুলভ গ্ল্যামার উধাও, একেবারে ছিমছামভাবেই ধরা দিলেন তিনি। নো মেকআপ ও কপালে ছোট্ট লাল টিপ। রাজের সঙ্গে সেলফি তুলেছেন শুভশ্রী। একটি ছোট্ট ভিডিওতে শুভশ্রীকে দেখা গিয়েছে রথের দিকে তাকিয়ে প্রণাম করতে। রাজ-শুভশ্রী সুযোগ পেলেই পুরীতে জগন্নাথ দর্শনে পৌঁছে যান। এই বছরও ব্যতিক্রম নয়। তবে পুরীতে যাওয়া নিয়ে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে রাজ-শুভশ্রীকে। একজন লিখেছেন, দিঘা ছেড়ে পুরী জগন্নাথ প্রভু রথ...গেলো এমএলএ-এর চাকরিটা।
জগন্নাথের ভক্ত তারকা দম্পতি
গত বছরও উল্টোরথের দিনই সপরিবারে জগন্নাথ দর্শন করেন রাজ-শুভশ্রী। সঙ্গে ছিল তাঁদের দুই সন্তান ইয়ালিনি ও ইউভান। পুরী ও জগন্নাথ ধাম দুটোই খুব প্রিয় শুভশ্রী ও রাজের। মাঝে মধ্য়েই সুযোগ পেলে পুরী চলে যান তাঁরা। এমনকী, শুভশ্রীপুত্র ইউভান প্রথম হাঁটা শিখেছিল পুরীর সমুদ্র সৈকতের বালিয়াড়িতেই। ইয়ালিনি হওয়ার পরও তাকে নিয়ে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন পুরীতে। তবে এই বছর রাজ-শুভশ্রী একাই এসেছেন পুরীতে।
দুজনের কেরিয়ার তুঙ্গে
দুই ছেলে-মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন চুটিয়ে। অবসরে আবার কখনও সন্তানদের সঙ্গেও খুনসুঁটিতে মেতে উঠছেন। শুভশ্রীর গৃহপ্রবেশ কদিন আগেই মুক্তি পেয়েছে। ভালই সাড়া পাচ্ছেন নায়িকা। এই ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত। এরই পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা যাবে নায়িকাকে। অন্যদিকে, রাজের হিন্দি পরিণীতার শ্যুটিংয়ের কাজ শেষ। খুব শীঘ্রই মুক্তি পাবে এই সিরিজও।