বিয়ের বয়স এক বছর হলেও, সম্পর্কের বয়স ১৩ বছর। গত ১৩ বছরে এই সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হয়েছে। জুটেছে সমালোচনা, নিন্দে-কটাক্ষ। সবকিছুকে উপেক্ষা করে আজ স্বামী-স্ত্রী কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমে আইনি বিয়ে ও তারপর মার্চ মাসে সামাজিকভাবে বিয়ে করেন তাঁরা। যদিও একে-অপরকে চেনা-জানা শুরু ২০১২ সালের রাখি পূর্ণিমার দিন থেকে। শনিবার সোশ্যাল মিডিয়ায় সেই গল্পই শেয়ার করলেন কাঞ্চন-শ্রীময়ী।
শনিবার রাখির দিন শ্রীময়ী তাঁর ও কাঞ্চনের বেশ কিছু ছবি শেয়ার করেন। যেখানে রয়েছে তাঁদের মলদ্বীপে ঘুরতে যাওয়ার ছবি, বিছানায় একে-অপরের হাত ধরে থাকার ছবি, বিয়ে, রিসেপশন থেকে কৃষভিকে নিয়ে তোলা তাঁদের ছবি, সবটা শেয়ার করে শ্রীময়ী আবেগঘন পোস্ট করেন। কাঞ্চন-পত্নী লেখেন, 'আজ থেকে ঠিক ১৩ বছর আগে এই রাখি পূর্ণিমার দিনে একটা সিরিয়াল করার সময় কাঞ্চন মল্লিকের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই সময় আর পাঁচ জনের মতো অভিনেতা কাঞ্চন মল্লিককে দেখে আমিও উত্তেজিত হয়ে পড়েছিলাম। টিভিতে একজন সাবলীল অভিনেতা হিসেবে তাঁকে দেখে এসেছি, তারপর তাঁকে সামনে থেকে দেখতে পাচ্ছি, সেটা সেই সময় আমার কাছে খুব আনন্দের ব্যাপার ছিল। সেদিন আমি কখনও ভাবিনি যে আমরা একসময় জীবনসঙ্গী হব। ২০১২ সালের রাখি পূর্ণিমা থেকে, প্রথম কথা বলা শুরু করি। তারপর বন্ধুত্ব, তারপর গভীর বন্ধুত্ব, তারপর প্রেম, তারপর বিয়ে, তারপর সন্তান। আজ দাঁড়িয়ে ১৩ বছর আগের কথা ভাবলে মনে হয় আমার জীবনের গল্পটা রূপকথার মতো।'
শ্রীময়ী আরও লেখেন, 'হ্যাঁ, যাত্রাটা হয়তো রূপকথার মতো মসৃণ ছিল না, কিন্তু আমি এটা খুব উপভোগ করেছি। আমি জানি যে উত্থান-পতন না থাকলে সম্পর্ক বাঁচানোর লড়াইটা মসৃণ হত না। যখন সব কিছু সহজে আসে, তখন সেই জিনিসের মূল্য হারিয়ে যায়, কারণ সেই সময় একটা সংগ্রাম ছিল। আজ ২০১২ সালে আমাদের ডেটের ১৩ বছর পরও, আমরা এখনও বলতে পারি আমরা প্রিয় বন্ধু। আমরা তর্ক করি, লড়াই করি, গর্বও করি, ঠিক যেন এক বিশুদ্ধ বন্ধুত্ব। আজ আমরা ১৩ বছর ধরে একসঙ্গে আছি, খুব সহজ ভাবে।' কাঞ্চনের এটা তৃতীয় বিয়ে। এর আগে দুটো বিয়ে ভেঙে গিয়েছে বিধায়ক-অভিনেতার। শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার পর তা নিয়ে কম জলঘোলা হয়নি।
মাঝে মাঝেই কাঞ্চন ও শ্রীময়ীকে নিয়ে কম বিতর্ক হয় না। তবে সবকিছু সামলে নিজেদের ভালোবাসাকে অটুট রেখেছেন তাঁরা। বিয়ের কিছুমাসের মধ্যেই কৃষভি আসে তাঁদের জীবনে। এখন মেয়েকে নিয়েই সময় কাটছে কাঞ্চন ও শ্রীময়ীর। কাঞ্চন রাজনীতির সঙ্গে অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন। কিন্তু শ্রীময়ী আপাতত বিরতিতে আছেন। অপেক্ষা করছেন ভাল চরিত্রের জন্য।