নতুন করে প্রেমে পড়েছেন পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। চলতি বছরেই নিজের নতুন প্রেমিকার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন তিনি। প্রেমিকা আলোকবর্ষা বসুর সঙ্গে পরিচালকের মাখো মাখো প্রেমের ছবি প্রায়ই নজরে আসে। প্রসঙ্গত, রাস ছবির সেটেই তথাগতর সঙ্গে আলোকবর্ষার প্রেমপর্ব শুরু হয়। সম্প্রতি শহর থেকে দূরে সি-বিচে ঘুরতে গেলেন এই লাভ বার্ডস আর সঙ্গে তথাগতর দুই পোষ্য।
তথাগত যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে তাঁকে দেখা গিয়েছে তাঁর দুই পোষ্য লাইকা ও তরীর সঙ্গে সমুদ্রের জলে মজা করছেন। কখনও বা পরিচালকের দুই পোষ্য জলে সাঁতার কাটছেন। আবার কখনও বা পোষ্যের সঙ্গে পোজ দিয়েছেন আলোকবর্ষা। তবে সেগুলি সেলফি। তথাগতর সব ছবি তুলে দিয়েছেন পরিচালকের প্রেমিকাই। এই ছবি শেয়ার করে তথাগত ক্যাপশনে লেখেন, খালি চোখে যতদূরই জল থাক না কেন, সমুদ্রের স্বভাব হল পাড়ে এসে আছড়ে পড়া বারংবার। আমরা বরং ঢেউ ভেঙে ভেসে থাকার অভ্যেস করি। লাইকা তরীকে এসব শেখাতে হয়নি, ওরা জন্ম সাঁতারু, ওদের ভাসতে জানাটা বিবর্তনগত। এরপরই তথাগত জানিয়েছেন যে এইসব ছবি তুলেছেন আলোকবর্ষা।
তথাগতর পোষ্যপ্রেম কারোরই অজানা কিছু নয়। যেখানেই ঘুরতে যান তাঁর দুই পোষ্য অবশ্যই থাকে। এখন তথাগতর পাশাপাশি পোষ্যদের সামলানোর দায়িত্ব এসেছে আলোকবর্ষার কাঁধেও আর তিনিও যে পোষ্য ভালোবাসেন তা বোঝাই যাচ্ছে। প্রসঙ্গত, রাস ছবিতে সহকারী পরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন আলোকবর্ষা। আর তথাগত-আলোকবর্ষা এক পেশায়। তাই কাজের মধ্যেই প্রেম খুঁজে পান তাঁরা। তথাগতর সঙ্গে আলোকবর্ষার বয়সের ব্যবধান অনেকটাই। বলা চলে অসম প্রেম। কিন্তু বয়স কোনও বাধা হয়ে দাঁড়ায়নি। তথাগতর অধিকাংশ ছবি আলোকবর্ষাই তুলে দেন।
এর আগে তথাগতর সঙ্গে বিবৃতি চট্টোপাধ্যায়ের প্রেমের চর্চা ছিল তুঙ্গে। একসঙ্গে তাঁদের একাধিক পার্টি, ফিল্ম প্রিমিয়ারে দেখা গেলেও নিজেরা কখনও প্রেমের কথা স্বীকার করেননি। যদিও শহরের বাইরে ঘুরতে যাওয়ার এমন অনেক ছবিতেই তথাগতর সঙ্গে বিবৃতির উপস্থিতি টের পাওয়া গিয়েছে। ইন্ডাস্ট্রির সকলেই ভেবেছিল যে দেবলীনার পর বিবৃতির সঙ্গেই থিতু হতে চান তথাগত। কিন্তু সেটা হল না। তথাগত নতুন করে প্রেমে পড়লেন তাঁরই সরকারী পরিচালকের সঙ্গে।
২০১২ সালে অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তথাগত। তিন বছর আগে দুজনের সংসারে ফাটল ধরে। আলাদা হয় ছাদ। তবে আইনি পথে বিচ্ছেদ হয়নি। গত তিন বছরে তথাগত-দেবলীনার সংসার ভাঙার জন্য বারবার অভিযোগের আঙুল উঠেছিল বিবৃতি চট্টোপাধ্যায়ের দিকে। কিন্তু বিবৃতির সঙ্গে প্রেমের চর্চাকে ভুয়ো বলে উড়িয়েছিলেন তথাগত। তবে দেবলীনা তথাগতর প্রথম স্ত্রী নন। এরআগে অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তথাগত। আড়াই মাস প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু সেই বিয়েও টেকেনি।