শুক্রবারই মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ প্রযোজিত উইনন্ডোজ প্রোডাকশনের ছবি ফাটাফাটি। আর সেই ছবির প্রিমিয়ারে নিজেই অনুপস্থিত ছিলেন প্রযোজক নন্দিতা রায়। জানা গিয়েছে, অসম্ভব অসুস্থ তিনি। ভর্তি করা হয়েছে হাসপাতালেও। প্রসঙ্গত, ফাটাফাটি সিনেমার প্রিমিয়ারে নন্দিতা রায় অনুপস্থিত থাকায় স্বাভাবিকভাবেই সেটা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এরপরই জানা যায় যে গত তিনদিন আগেই ধুম জ্বর নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলাশেষ-এর পরিচালকের পরিবার সূত্রে জানা গিয়েছে যে তিন দিন আগে থেকেই জ্বর ছিল পরিচালকের। সেই জ্বর কিছুতেই কমছিল না। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, ইনফ্লুয়েঞ্জা হয়েছে নন্দিতা রায়ের। তবে এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া পাননি পরিচালক-প্রযোযক। আর তাই তাঁকে শুক্রবার ছবির প্রিমিয়ারে দেখা যায়নি।
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসেও তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। সেই সময় অবশ্য তিনি বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন। টলউডের অন্যতম হিট পরিচালকদের মধ্যে অন্যতম শিবপ্রসাদ-নন্দিতা রায়। প্রযোজনা ও পরিচালনা দুটোই চালিয়ে যাচ্ছেন তাঁরা। ১২ মে এক দিকে যেমন মুক্তি পেয়েছে তাঁর প্রযোজিত ছবি ‘ফাটাফাটি’। অন্য দিকে, আবার এ দিনই প্রকাশ্যে এসেছে তাঁর পরিচালিত প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র পোস্টার। এই ছবিতে দেখা যাবে মিমিকে। এই সিনেমাটা পোস্ত ছবির হিন্দি রিমেক। ফাটাফাটি ছাড়াও বক্স অফিসে তাঁদের শেষ মুক্তি হামি ২ দারুণভাবে সফল। এছাড়াও রক্তবীজ ছবির শ্যুটিং সবে শেষ হয়েছে। এই সিনেমায় দেখা যাবে মিমি ও আবার জুটিকে। সব মিলিয়ে নন্দিতা রায় ও শিবপ্রসাদের হাতে রয়েছে প্রচুর কাজ। তার আগেই সুস্থ হয়ে উঠতে হবে নন্দিতাকে।