Advertisement

Srijit Mukherji: অসুস্থ সৃজিত মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে, কেমন আছেন পরিচালক?

Srijit Mukherji: অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার গভীর রাতে শরীরে অস্বস্তি বোধ হওয়ায় তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, তাঁর মাথা ঘুরছিল, শরীরে অস্বস্তি অনুভব করছিলেন তিনি।

সৃজিত মুখোপাধ্যায়সৃজিত মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2025,
  • अपडेटेड 10:55 AM IST
  • অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার গভীর রাতে শরীরে অস্বস্তি বোধ হওয়ায় তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, তাঁর মাথা ঘুরছিল, শরীরে অস্বস্তি অনুভব করছিলেন তিনি। চিকিৎসকদের অনুমান, হৃদরোগজনিত সমস্যার কারণে শরীর খারাপ হয়েছে। বিভিন্ন টেস্ট করা হয়েছে। শনিবার টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিত্‍সকরা সিদ্ধান্ত নেবেন, ঠিক কোন পথে চিকিত্‍সা এগোবে।

তবে এই মুহূর্তে ভাল আছেন পরিচালক। যদিও চিকিৎসার কারণে কিছুদিন হাসপাতালে থাকতে হবে কিলবিল সোসাইটির পরিচালককে। প্রসঙ্গত, পয়লা বৈশাখের আগে মুক্তি পেয়েছে সৃজিতের কিলবিল সোসাইটি। ছবির শ্যুটিং, পোস্ট প্রমোশন, ছবির প্রচার, হল ভিজিট সহ এইকদিন বেশ ধকলই গিয়েছে সৃজিতের ওপর থেকে। শনি ও রবিবার পরিচালকের সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু শরীর খারাপের কারণে শনিবারের সিনেমা হলে যাওয়া বাতিল করতে হয়েছে।

সামনেই আবার নতুন নাটক রয়েছে সৃজিতের। যেখানে পরিচালককে অভিনয় করতে দেখা যাবে। সুস্থ হয়েই সেই নাটকের রিহার্সাল শুরু করে দেবেন। প্রসঙ্গত, এই বছর দু’টো ছবি মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালনায়। জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। পয়লা বৈশাখে মুক্তি পেল ‘কিলবিল সোসাইটি’। জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। টলিপাড়ায় সৃজিতের শরীর খারাপের খবর ছড়িয়ে পড়তেই দুশ্চিন্তার ভাঁজ  প্রায় সকলের কপালে। শনিবার দিনভর পরিচালকের শরীরের খোঁজ নিতে অনেক নামী মুখই পৌঁছে যাবেন হাসপাতালে। এর আগেও সৃজিত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে পরিচালকের সঙ্গে তাঁর স্ত্রী মিথিলা ও মেয়ে থাকেন না।   

Read more!
Advertisement
Advertisement