Advertisement

Yellow Taxi : 'অবাঙালি চালকের অশ্রাব্য গালিগালাজ', হলুদ ট্যাক্সির 'দাদাগিরি'র মুখে এই গায়ক

Yellow Taxi-Soumitra Ray: আর কিছুদিন পর থেকেই কলকাতার রাস্তায় আর দেখা যাবে না হলুদ ট্যাক্সিকে। নস্ট্যালজিয়ায় ভরা এই ট্যাক্সি শহরবাসীর মনের স্মৃতিকোঠায় আজীবন রয়ে যাবে। কিন্তু এরই মাঝে হলুদ ট্যাক্সি নিয়ে তিক্ত অনুভূতি হল ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়ের।

হলুদ ট্যাক্সির দাদাগিরির মুখে এই গায়কহলুদ ট্যাক্সির দাদাগিরির মুখে এই গায়ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Dec 2024,
  • अपडेटेड 10:31 AM IST

আর কিছুদিন পর থেকেই কলকাতার রাস্তায় আর দেখা যাবে না হলুদ ট্যাক্সিকে। নস্ট্যালজিয়ায় ভরা এই ট্যাক্সি শহরবাসীর মনের স্মৃতিকোঠায় আজীবন রয়ে যাবে। কিন্তু এরই মাঝে হলুদ ট্যাক্সি নিয়ে তিক্ত অনুভূতি হল ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়ের। ট্যাক্সির গায়ে বড় বড় করে নো রিফিউজাল লেখার পরও গায়ককে ট্যাক্সি চালকের কাছ থেকে না শুনতে হল। সৌমিত্র তাঁর এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে। 

শহরের বুকে হলুদ ট্যাক্সি হারিয়ে যেতে বসেছে, এই চর্চা বহু আগে থেকেই চলছে। কারণ অ্যাপ-ক্যাবের চাহিদাই এখন সবচেয়ে বেশি। আসলে হলুদ ট্যাক্সির থেকে না শোনার অভিজ্ঞতা কম-বেশি সকলেরই রয়েছে আর যার কারণে অনেকেই ক্যাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সৌমিত্র তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ওই ট্যাক্সির নম্বর প্লেটের ছবি শেয়ার করে লেখেন, 'মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাব্রোন রোডের বড়বাজার ত্রেপল পট্টিতে এক হলুদ ট্যাক্সির অবাঙালি চালক আমাকে হেনস্থা করেন। সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ওই জায়গায় সার্জেনের নির্দেশ দেওয়া সত্ত্বেও ওই চালক আমায় যাদবপুর নিয়ে যেতে অস্বীকার করেন। এরপর বহুক্ষণ ওই চালকের সঙ্গে তর্ক-বিতর্কের পর সেই ট্যাক্সি থেকে আমি নেমে যাই, ট্র্যাফিক অফিসারকে আমি গোটা বিষয়টি জানাই। আমি অবাক হলাম তিনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন কেন আমি নামলাম এবং আমার উচিত ছিল রাস্তায় অন্য কোন অফিসারকে বিষয়টি জানানো। আমি কি করতে পারি? (আমি কি করতে পারি?) এই ছিল তার প্রতিক্রিয়া ছিল! এই বয়সে আমি তরুণ এবং অত্যন্ত অভদ্র চালককে চ্যালেঞ্জ করতে চাইনি। আমি এর আগে কলকাতায় একাধিক ভাল আচরণকারী চালকের সঙ্গে ভ্রমণ করেছি, কিন্তু কখনও এমন আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হইনি।' এই পোস্টের শেষে সৌমিত্র কলকাতা ট্র্যাফিক পুলিশকে ট্যাগও করেন। 

এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সৌমিত্র জানান, তিনি বড়বাজার থেকে গল্ফগ্রিন বাসেই ফেরেন। কিন্তু ওইদিন অনেক জিনিসপত্র ছিল বলে ট্যাক্সির প্রয়োজন পড়ে। কিন্তু এদিন সার্জেনের দাঁড় করানো ট্যাক্সিতে উঠেও হেনস্থা হতে হয় গায়ককে। কিছুটা এগিয়ে হঠাৎই দাঁড়িয়ে যায় এবং সৌমিত্রকে বলেন যে ট্যাক্সি থেকে নেমে যেতে। শুধু তাই নয়, গায়ককে হুমকি পর্যন্ত দেওয়া হয়। গায়কের কথায়, অত্যন্ত খারাপ ব্যবহার ছিল ওই ট্যাক্সি চালকের। ট্রাফিক সার্জেনের কাছে গিয়েও সুরাহা মেলেনি। কায়দা করে তিনি অবশ্য ট্যাক্সির নম্বর প্লেটের ছবিটা তুলে নিয়েছিলেন।

Advertisement

তবে সৌমিত্র একটি ট্যাক্সির জন্য পুরো হলুদ ট্যাক্সি সংগঠনকে দোষ নিতে নারাজ। গায়ক জানান যে এর আগেও আজম খান নামে এক ব্যক্তিকে নিয়েও তিনি পোস্ট করেছিলেন। ৭০ বছরের ওই ট্যাক্সি চালকের থেকে গায়ক অনেক কিছু শিখে ছিলেন।  
 

Read more!
Advertisement
Advertisement