Advertisement

Tollywood News: তারকাদের ট্রোলিং-ছবির রেটিং কমিয়ে দেওয়া, সাইবার ক্রাইমে সৃজিত-যিশু-পরমরা

Tollywood News: কিছুদিন আগেই স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় তারকাদের লাগাতার হেনস্থা, আক্রমণের প্রতিবাদে টলিপাড়ার পরিচালক-প্রযোজকেরা পুলিশের দ্বারস্থ হবেন। নতুন বছরের দ্বিতীয় দিনে সেই কথামতোই কমিটির সদস্যরা লালবাজারের সাইবার ক্রাইম দফতরের দ্বারস্থ হন।

লালবাজারের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি স্বরূপ বিশ্বাসলালবাজারের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি স্বরূপ বিশ্বাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2026,
  • अपडेटेड 10:03 AM IST
  • কিছুদিন আগেই স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় তারকাদের লাগাতার হেনস্থা, আক্রমণের প্রতিবাদে টলিপাড়ার পরিচালক-প্রযোজকেরা পুলিশের দ্বারস্থ হবেন।

কিছুদিন আগেই স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় তারকাদের লাগাতার হেনস্থা, আক্রমণের প্রতিবাদে টলিপাড়ার পরিচালক-প্রযোজকেরা পুলিশের দ্বারস্থ হবেন। নতুন বছরের দ্বিতীয় দিনে সেই কথামতোই কমিটির সদস্যরা লালবাজারের সাইবার ক্রাইম দফতরের দ্বারস্থ হন। শুক্রবার লালবাজারে দেখা যায় ইম্পা ও স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, শ্রীকান্ত মোহতা, সৃজিত মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত, আবির চট্টোপাধ্যায়, নিসপাল সিং রানে, রানা সরকার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নীলরতন দত্ত সহ টলিউডের বিশিষ্টরা। 

লালবাজারে ঢোকার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বরূপ বিশ্বাস বলেন, লাগাতার অকারণ হেনস্থার বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। এই অনৈতিক কার্যকলাপ বন্ধ করতেই সবাই লালবাজারে এসেছেন। তিনি আরও জানান, একটি অভিযোগপত্র জমা দেওয়া হবে। ওই অভিযোগপত্রে সই করেছেন টলিউডের অধিকাংশ খ্যাতনামীরা। এদিন সাইবার ক্রাইমের আধিকারিকদের সঙ্গে টলিপাড়ার পরিচালক-প্রযোজক ও অভিনেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক চলে। 

পুলিশ কমিশনার মনোজ বর্মার হাতে তুলে দেওয়া হয় সেই অভিযোগপত্র। অভিযোগপত্রে ওই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জাননো হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক ধরেই সিনেমার রেটিং কমিয়ে দেওয়ার অভিযোগে সরগরম টলিপাড়া। উপরন্তু গত পুজোর সময়েও এক তারকার অনুরাগীমহলের লাগাতার আক্রমণ বা ট্রোলিংয়ের মুখে পড়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন জিনিয়া সেন। সম্প্রতি স্ক্রিনিং কমিটির বৈঠকেও সে প্রসঙ্গ উত্থাপন হয়। সেখানেই জানানো হয়, লাগাতার এই ট্রোলিং, হুমকি সংস্কৃতির বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটা হবে।

ছবি সৌজন্যে: সংগৃহীত

এ নিয়ে পিয়া সেনগুপ্ত জানিয়েছেন যে সাইবার হেনস্থা, ম্যানিপুলেশন করে ছবির রেটিং কমিয়ে দেওয়া, বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া, এগুলো আর বরদাস্ত করা যাবে না। সাইবার ক্রাইম শাখার আধিকারিকেরা আশ্বাস দিয়েছেন যে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। যদিও ছবির রেটিং কমিয়ে দেওয়া, বক্স অফিসের দখল অনৈতিকভাবে নেওয়া, এ প্রসঙ্গে বারে বারেই দেবের নাম উঠে এসেছে। তবে সুপারস্টারের নাম সরাসরি না নিয়ে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন যে কোনও এক স্বনামধন্য শিল্পীর নাম বারংবার উঠে আসছে, তাঁরা কেউই সেই তারকার নাম বলেননি। যাঁরা এই অপসংস্কৃতির নেপথ্যে রয়েছেন, এই কমিটি তাঁদের বিরুদ্ধে সরব।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement