Advertisement

Spicy Tollywood Gossip: প্রেমিককে ভুলে নতুন সম্পর্কে নায়িকা, রেগে গিয়ে বিয়ে ভাঙলেন টলিপাড়ার অভিনেতা

টলিপাড়ায় সম্পর্কের সমীকরণ বোঝা বেজায় জটিল। কখন কার সঙ্গে প্রেম হচ্ছে, কখন আবার ব্রেকআপ আবার কেউ কেউ ডিভোর্সের পরও ফের নতুন করে সংসার করার কথা ভাবছেন আবার কারোর বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও তা ভেঙে যাচ্ছে। ইন্ডাস্ট্রিতে রোজই এই ধরনের খবর শোনা যায়।

টলিপাড়ার গসিপটলিপাড়ার গসিপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Dec 2025,
  • अपडेटेड 11:44 AM IST
  • টলিপাড়ার এই নায়িকার মা-বাবাও বেশ খ্যাতনামা।

টলিপাড়ায় সম্পর্কের সমীকরণ বোঝা বেজায় জটিল। কখন কার সঙ্গে প্রেম হচ্ছে, কখন আবার ব্রেকআপ আবার কেউ কেউ ডিভোর্সের পরও ফের নতুন করে সংসার করার কথা ভাবছেন আবার কারোর বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও তা ভেঙে যাচ্ছে। ইন্ডাস্ট্রিতে রোজই এই ধরনের খবর শোনা যায়। সম্প্রতি টলিপাড়া এখন সরগরম এক নায়িকার বিয়ে ভাঙা নিয়ে। আগামী বছরের গোড়াতেই তাঁর বিয়ে হওয়ার কথা থাকলেও, তা আচমকাই ভেঙে যায়। আর এই বিয়ে ভাঙার কারণ হিসাবে শোনা যাচ্ছে নায়িকার অন্য সম্পর্কে লিপ্ত হওয়া। 

টলিপাড়ার এই নায়িকার মা-বাবাও বেশ খ্যাতনাম। যার সঙ্গে সম্পর্কে ছিলেন নায়িকা সেই ব্যক্তিও টলিপাড়ার চেনা মুখ, তাঁরও মা-বাবা এক সময় ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন। এই নায়ক ও নায়িকার প্রেমের বয়স খুব বেশি দিনের নয়। বিদেশে একসঙ্গে ঘুরতে গিয়ে তাঁদের প্রেমের কথা প্রকাশ্যে আসে। যদিও এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। তবে একাধিক জায়গায় তাঁদেরএকসঙ্গে দেখা যেত। এই বছরের পুজোতেও নায়ক-নায়িকা চুটিয়ে পুজো উপভোগ করেছেন। কিন্তু তারপরেই ঘটে গেল এক অঘটন। 

শোনা গিয়েছিল, ২০২৬ সালেই চারহাত এক হবে এই নায়ক-নয়িকার। বিয়ের ভেন্যুও নাকি ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই সেই বিয়ে ভেঙে যায়। নভেম্বরে সেই খবরও সামনে আসে। কিন্তু এমন কী হল যে তাঁদের বিয়েটা ভেঙে গেল? বিয় ভাঙার কারণ সম্পর্কে সেই সময় কিছু জানা না গেলেও। ইন্ডাস্ট্রির ফিসফাস, নায়িকা নাকি অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। শুধু সম্পর্কে জড়ানোই নয়, বেশ অনেকদূর পর্যন্তই এগিয়েছে। 

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, নায়িকা নাকি শারীরিক সম্পর্কে জড়িয়েছেন তাঁর সেই নতুন সম্পর্কের সঙ্গে। আর হবু বউয়ের নতুন সম্পর্কের কথা টের পেয়ে গিয়েছেন নায়ক। ব্যাপারটি নাকি কোনও ভাবেই মেনে নিতে পারেননি ওই অভিনেতা। আর তাই সটান বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেন। এই ঘটনা দুই পরিবারের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। ইন্ডাস্ট্রিতে এই দুই পরিবার বেশ সম্ভ্রান্ত বলেই পরিচিত। তবে বিয়ে ভাঙার পর নায়িকা কিন্তু বেশ ভালই আছেন। সোলো ট্রিপে বেড়িয়ে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবিও দিচ্ছেন বিস্তর। তবে তিনি একা নাকি সঙ্গে অন্য কেউ আছেন, সেই খবর মেলেনি।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement