Advertisement

Parambrata-Piya: বাড়ির এক সদস্য নিখোঁজ, চিন্তায় পরম-পিয়া

Parambrata-Piya: পিয়া-পরমব্রতর জীবনে আর কিছুদিন পরই খুশির আবহ। মা হতে চলেছেন পিয়া। আর সবকিছু ঠিকঠাক থাকলে জুনেই বাবা হবেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে পিয়া-পরমব্রতর সংসারে রয়েছে তাঁদের আরও দুই সন্তান। যদিও তারা চারপেয়ে। একটি কুকুর, নাম নীনা আর একটি বিড়াল নাম বাঘা।

পরম-পিয়াপরম-পিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2025,
  • अपडेटेड 11:54 AM IST
  • পিয়া-পরমব্রতর জীবনে আর কিছুদিন পরই খুশির আবহ।

পিয়া-পরমব্রতর জীবনে আর কিছুদিন পরই খুশির আবহ। মা হতে চলেছেন পিয়া। আর সবকিছু ঠিকঠাক থাকলে জুনেই বাবা হবেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে পিয়া-পরমব্রতর সংসারে রয়েছে তাঁদের আরও দুই সন্তান। যদিও তারা চারপেয়ে। একটি কুকুর, নাম নীনা আর একটি বিড়াল নাম বাঘা। এই বাঘাকে পিয়া কুড়িয়ে পেয়েছিলেন। আর তারপর থেকেই বাঘা, নীনা, পরম ও পিয়ার চারজনের সুখের সংসার। কিন্তু এই সুখের সংসারেই ঘটে গেল অঘটন। শুক্রবার গভীর রাতে পরম পোস্ট করেন যে তাঁদের পোষ্য বিড়াল বাঘা বাড়ি ফেরেনি। খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।

পরম তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম দুটি জায়গাতেই লেখেন বাঘার হারিয়ে যাওয়ার কথা। অভিনেতা লেখেন, 'আজ বিকেল থেকে আমাদের পোষ্য বাঘা হারিয়ে গিয়েছে। যোধপুর পার্ক, লেক গার্ডেন্স, যাদবপুর থানা, ঢাকুরিয়ার সেলিমপুর এলাকা...আপনারা যদি ওর মতো বিড়াল দেখতে পান, তাহলে ৯৮৩৬৬১১৪২৮ নম্বরে জানান দয়া করে। এরপর পরমব্রত নিজেরবক্তব্যে আরও জুড়ে দেন, ‘যার বিড়লের মা-বাবা, তাঁরা জানবেন এটা আমাদের জন্য কতটা কষ্টের। তাই আপনাদের অনুগ্রহ ও সাহায্য খুব দরকার।' সঙ্গে দেওয়া হয় বাঘার একটি ছবি। 

তবে শনিবার পিয়ার ইনস্টাগ্রামের স্টোরি থেকে জানা যায় যে বাঘাকে পাওয়া গিয়েছে। আর সেই কারণে পরমব্রতও তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে বাঘা হারিয়ে যাওয়ার পোস্টটি মুছে দেন। প্রসঙ্গত, প্রায়ই পরম ও পিয়া বাঘা ও নীনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন। বাড়িতে সময় পেলেই পরমব্রত তাঁর দুই পোষ্যের সঙ্গে সময় কাটান। এমনকী, প্রেগন্যান্সির খবর ভাগ করার সময়ও জানিয়েছিলেন, তাঁদের চার জনের সংসারে (পরমব্রত-পিয়া-বাঘা-নীনা) আসছে পঞ্চম জন!

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

নীনা প্রথম থেকে থাকলেও বাঘা এক বছর হয়েছে পরম-পিয়ার জীবনে এসেছেন। পিয়া এই বাঘাকে কুড়িয়ে পেয়েছিলেন। এরপর প্রথমে বাঘাকে দত্তক নেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও পরে নিজের কাছেই রেখে দেন তাকে। বাঘা ও নীনার ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেন পিয়া সোশ্যাল মিডিয়া পেজে। এই দুই পোষ্যই পরম ও পিয়ার খুবই আদরের। তাই স্বাভাবিকভাবেই বাঘা হারিয়ে যাওয়ায় দুঃশ্চিন্তায় ছিলেন এই তারকা দম্পতি। 

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement