Advertisement

Jeet: বাবার কাঁধে রোনভ, জিৎ-এর কানে কানে কী বলছে ছেলে?

Jeet: বলিউডের মতো টলিউডেও স্টারকিডদের নিয়ে মাতামাতি কম হয় না। জন্মের পর থেকে কখন সেই শিশুটির মুখ দেখানো হবে, তাদের কাণ্ড-কীর্তি, তারকা মা-বাবাদের সঙ্গে সেই শিশুর ছবি সবটা মিলিয়ে কৌতুহল সৃষ্টি হতে থাকে সাধারণ ভক্ত-অনুরাগীদের মনে। কিছুদিন আগেই সামনে এসেছে জিৎ-পুত্র।

জিৎ-এর কাঁধে ছেলে রোনভজিৎ-এর কাঁধে ছেলে রোনভ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2024,
  • अपडेटेड 9:55 AM IST
  • বলিউডের মতো টলিউডেও স্টারকিডদের নিয়ে মাতামাতি কম হয় না।
  • কিছুদিন আগেই সামনে এসেছে জিৎ-পুত্র

বলিউডের মতো টলিউডেও স্টারকিডদের নিয়ে মাতামাতি কম হয় না। জন্মের পর থেকে কখন সেই শিশুটির মুখ দেখানো হবে, তাদের কাণ্ড-কীর্তি, তারকা মা-বাবাদের সঙ্গে সেই শিশুর ছবি সবটা মিলিয়ে কৌতুহল সৃষ্টি হতে থাকে সাধারণ ভক্ত-অনুরাগীদের মনে। কিছুদিন আগেই সামনে এসেছে জিৎ-পুত্র। আর তাকে নিয়েই এখন মেতে রয়েছে সোশ্যাল মিডিয়া। একরত্তিকে নিয়েই বাবা জিৎ-এর সময় বেশ ভালই কাটছে। দীপাবলির দিনই বাপ-বেটার কীর্তি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল।

চলতি বছরের জুন মাসেই জিৎ তাঁর পুত্রকে সকলের সামনে নিয়ে আসেন। সঙ্গে এও জানান তার নাম রাখা হয়েছে রোনভ। আর তারপর থেকে মাঝে মধ্যেই রোনভকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। খনও সপরিবারে, কখনও আবার শুধুই বাবার সঙ্গে খুনসুটিতে মেতে থাকতে। কিছুদিন আগেই ১ বছরে পা দিল রোনভ। তার জন্মদিনের পার্টিতে তারকাদের মেলা ছিল। জিৎ-এর বাড়িতে প্রতি বছরই দিওয়ালি উৎসব পালন হয়। আর এই বছরেও তার ব্যতিক্রম ছিল না। ছেলের সঙ্গে দিওয়ালির দিন ছবি দিতেই মুগ্ধ অনুরাগীরা। 

বাবার কাঁধে চেপে রয়েছে রোনভ। জিৎ-পুত্রের ছেলের মুখ বাবার কানের সামনে। যেন বাবা-ছেলের গোপন কথা চলছে। দু'জনেই পরেছেন সাদা ম্যাচিং পোশাক। দুষ্টুমিতে যে ভরপুর রোনভ, তা ছবিতে স্পষ্ট। তবে শুধু রোনভের নয়, জিৎ তাঁর মেয়ের দিওয়ালি মুহূর্তও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। মেয়ে নভ্যা আকাশে ফানুস ওড়াচ্ছে। একঝাঁক মুহূর্ত ভাগ করে অভিনেতা লিখেছেন, ‘স্বপ্নগুলো নিয়ে বাঁচো।’ নবরাত্রির সময়ও জিৎ-পুত্রকে দেখা গিয়েছিল পথশিশুদের সঙ্গে। এই ভিডিও ভাইরাল হতেই জিৎ-এর প্রশংসায় পঞ্চমুখ ছিল নেটপাড়া। 

গত বছর অক্টোবরে জিৎ দ্বিতীয়বার বাবা হন। তার আগেই স্ত্রী মোহনার প্রেগন্যান্সির ফটোশ্যুটের ছবি পোস্ট করে সুখবর ভাগ করে নেন সকলের সঙ্গে। তবে এই বছরের জুনে জিৎ-মোহনা তাঁদের ছেলেকে সকলের সামনে নিয়ে আসেন। টলিউডে এখনও কর্মাশিয়াল ছবির জন্য জনপ্রিয় জিৎ। অভিনয়ের পাশাপাশি তিনি নিজস্ব প্রযোজনা সংস্থাও খুলেছেন। মেয়ে নভ্যার মতোই ছেলেকেও মাটির কাছাকাছি রেখেই একটু অন্যরকম শিক্ষায় বড় করছেন অভিনেতা বলে মত অনেকের। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement