Advertisement

Tunisha Sharma : 'যৌন খিদে মেটাতে একাধিক নারী-সম্পর্ক শিজানের,' তার জেরেই আত্মহত্যা তুনিশার? সামনে চাঞ্চল্যকর তথ্য

অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। তুনিশার বান্ধবী রায়া লাবিবের দাবি, একাধির মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল শিজানের। সে অনেক মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। আর সেই কথা জানতে পারে তুনিশা।

তুনিশা শর্মা তুনিশা শর্মা
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 27 Dec 2022,
  • अपडेटेड 12:36 PM IST
  • একাধির মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল শিজানের
  • সে অনেক মেয়ের সঙ্গে প্রতারণা করেছে
  • সেই কারণেই আত্মহত্যা তুনিশার ?

অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। তুনিশার বান্ধবী রায়া লাবিবের দাবি, একাধির মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল শিজানের। সে অনেক মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। আর সেই কথা জানতে পারে তুনিশা। এতেই সে হতাশ হয়ে পড়ে। তার জেরেই হয়তো ব্রেক আপ ও আত্মহত্যার সিদ্ধান্ত। 

রায়া লাবিবের দাবি, শিজান যৌন চাহিদা মেটানোর জন্য অনেক নারীকে ব্যবহার করেছে। শিজান মেয়েদের ভালোবাসা ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন এমন করত। শিজান শুধুমাত্র যৌনতার জন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ত। তুনিশার সঙ্গেও এমনটাই করেছিল সে। 

রায়ার কথায়, 'তুনিশা সম্প্রতি শিজানের অনেক সঙ্গী ও সম্পর্কের কথা জানতে পারে। এ নিয়ে কথাও হয় তাদের। শিজান তখন জানায়, সে সম্পর্ক ব্রেক আপ করেছে। তাই উত্তর দিতে বাধ্য নয়।'

আরও পড়ুন

রায়া লাবিব বলেন, 'তুনিশা শর্মা শিজান খানকে খুব ভালোবাসত। তাকে বিয়ে করতে চেয়েছি। রায়া ও তুনিশা একে অপরকে দুই থেকে তিন বছর ধরে চিনত। মুম্বইয়ের বিউটি পার্লারে দুজনেই দেখা করত।' 

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর শুটিং সেটে আত্মহত্যা করেন তুনিশা শর্মা। বয়স হয়েছিল মাত্র ২০ বছর। ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এর মতো ছবিতেও তুনিশাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। আলিবাবা দাস্তানে কাবুল নামের এক জনপ্রিয় সিরিয়ালের লিড রোলে অভিনয় করছিলেন তুনিশা।  শিজান নামে এক কো অ্যাক্টরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। তারপরই আত্মহ্যা করেন তিনি। শিজানকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। 

Read more!
Advertisement
Advertisement