Advertisement

Dipika-Shoaib: 'মুসলিম বলে বেঁচে গেছেন', কাশ্মীর থেকে ছবি দিতেই ট্রোলড শোয়েব-দীপিকা

Dipika-Shoaib: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৮ জনের নিহতের ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই পর্যটন কেন্দ্রের বৈসরন উপত্যকায় এই জঙ্গি হামলা ঘটে। পর্যটকদের এক গ্রুপের ওপর নিশানা করে জঙ্গিরা। ইতিমধ্যেই দেশজুড়ে তীব্র নিন্দা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে এক বছরের পুত্রকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দম্পতি দীপিকা কক্কর ইব্রাহিম ও শোয়েব ইব্রাহিম।

শোয়েব-দীপিকা কাশ্মীরেশোয়েব-দীপিকা কাশ্মীরে
Aajtak Bangla
  • মুম্বই,
  • 23 Apr 2025,
  • अपडेटेड 2:06 PM IST
  • কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দম্পতি দীপিকা কক্কর ইব্রাহিম ও শোয়েব ইব্রাহিম

কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৮ জনের নিহতের ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই পর্যটন কেন্দ্রের বৈসরন উপত্যকায় এই জঙ্গি হামলা ঘটে। পর্যটকদের এক গ্রুপের ওপর নিশানা করে জঙ্গিরা। ইতিমধ্যেই দেশজুড়ে তীব্র নিন্দা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে এক বছরের পুত্রকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দম্পতি দীপিকা কক্কর ইব্রাহিম ও শোয়েব ইব্রাহিম। যে সময় এই ঘটনা ঘটেছে তখন তাঁরা কাশ্মীরের নৈসর্গিক দৃশ্য উপভোগ করছিলেন। আর সেখান থেকে ছবি দিতেই ট্রোলের মুখে পড়তে হল এই তারকা দম্পতিকে। 

প্রসঙ্গত, মঙ্গলবারই অর্থাৎ ঘটনার দিনই তাঁরা কাশ্মীর ছেড়ে নিরাপদে দিল্লি ফিরে আসেন। শোয়েব ও দীপিকাকে নিয়ে ভক্তেরা উদ্বিগ্ন ছিলেন। এরপরই শোয়েব পোস্ট করে লেখেন যে তাঁরা সুরক্ষিত রয়েছেন। হামলার দিন সকালেই তাঁরা কাশ্মীর ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু কাশ্মীর থেকে ছবি দিতেই রীতিমতো ট্রোলের মুখে পড়লেন এই তারকা দম্পতি। 

শোয়েব তাঁর পোস্টে নতুন ব্লগ আনার কথা উল্লেখ করতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভক্তদের তরফ থেকে। শোয়েব এবং দীপিকা কেমন আছেন সেটি জানার জন্য সকলেই উদগ্রীব ছিলেন কিন্তু নিরাপদে থাকার আপডেট দিতে গিয়ে হঠাৎ করে নতুন ব্লগ আনার কথা বলায় শোয়েবের ওপর রুষ্ট ভক্তরা। জঙ্গি হানার এই ঘটনার মধ্যে কীভাবে নতুন ব্লগ আনার কথা বলেন শোয়েব, তা নিয়ে প্রশ্ন করেন অনেকেই।

শুধু তাই নয়, দীপিকা কাশ্মীরের একাধিক জায়গা থেকে ছবি পোস্ট করতেই তাঁকেও ট্রোলড করা শুরু করে নেটিজেনরা। কেউ কেউ তাঁদের ধর্মকে কটাক্ষ করে বলেন যে তাঁরা সুরক্ষিতই থাকতেন কারণ তাঁরা আসলে মুসলিম দম্পতি। অনেকে আবার লেখেন, আপনারা সুরক্ষিত আছেন এবং নতুন ব্লগ আসছে, এগুলোর অর্থ কী? ব্লগের প্রচার করছেন অথচ পহেলগাঁওতে নিহতদের প্রতি একটা শব্দ খরচ করলেন না। যদিও এইসব ট্রোল নিয়ে কোনও মন্তব্য করেননি শোয়েব ও দীপিকা কেউই। 

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে বৈসরন উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। সেনাকর্তারা নিশ্চিত করেছেন, জঙ্গিরা পর্যটকদের উপর গুলি চালায়। এখনও পর্যন্ত সেই ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগই পর্যটক।

Read more!
Advertisement
Advertisement