মার্চেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্ত। আপাতত অভিনয় থেকে কিছুদিনের বিরতি। সদ্যোজাতকে নিয়ে ভালই সময় কাটছে নিম ফুলের মধুর মৌমিতা। মানসীর একটি কন্যাসন্তান তো ছিলই এবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সন্তানের জন্মের পর থেকেই তার একটু-আধটু ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও পুরো ছবি দিচ্ছিলেন না অভিনেত্রী। এবার তুহু ও গোল্লা দুই ভাই-বোনের ছবি একসঙ্গে শেয়ার করলেন মানসী।
শনিবার মানসী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে দুটি ছবি ভাগ করে নিয়েছেন। তার একটি ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় ঘুমন্ত তার ছোট্ট গোল্লা। 'নজর না লাগে' সেই প্রথা মেনেই ছেলের কপালে পরিয়েছেন কাজলের কালো টিপ। আদর করে ছেলের কপালে নাক ঠেকিয়েছেন অভিনেত্রী। আরও একটি ছবিতে ঘুমন্ত ভাইকে বিস্ময়ে দেখছে ছোট্ট দিদি তুহু। ভাইয়ের ছোট্ট ছোট্ট হাত ধরে রয়েছে সে। এই ছবি শেয়ার করে মানসী ক্যাপশনে লিখেছেন, জীবন। সঙ্গে দিয়েছেন লাভ ইমোজি ও নজর না লাগার ইমোজি।
দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকে দম ফেলার ফুরসৎ নেই মানসীর। একরত্তি গোল্লার সব আপডেট প্রায় রোজই দিয়ে থাকেন অভিনেত্রী। দিদির এই মাতৃত্বকালীন ছুটিতে তাঁর সর্বক্ষণের সঙ্গী বোন রাইমা সেনগুপ্ত আর মেয়ে তুহু। দ্বিতীয়বার মা হওয়া নিয়েও মানসী সেনগুপ্তকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। কারণ ইন্ডাস্ট্রির অনেকেই এটা জানেন যে মানসীর সঙ্গে তাঁর স্বামীর ঝামেলা চলছিল। তাই হঠাৎ করে অভিনেত্রীর প্রেগন্যান্ট হওয়ার খবর অনেককেই হতবাক করেছিল। তবে মানসী জানিয়েছিলেন যে মেয়ে তুহুর কারণেই তিনি স্বামীর সঙ্গে সব মিটমাট করে নিয়েছেন।
গত ১৯ মার্চ শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মানসী সেনগুপ্ত। মেয়ের কোলে ছেলে হওয়ায় স্বভাবতই খুশি অভিনেত্রীর স্বামী ও পরিবার। সেদিনই ভাইকে দেখতে বাবার সঙ্গে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মানসীর মেয়ে তুহু। মেয়ে তুহুর বয়স এখন ৮। ছোট্ট ভাইকে নিয়েই এখন মেতে রয়েছেন মানসী-কন্যা। মানসীকে শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছিল নিম ফুলের মধু সিরিয়ালে। এই সিরিয়ালে মানসী দত্ত বাড়ির বড় জা মৌমিতার চরিত্রে অভিনয় করেছিলেন। তবে প্রেগন্যান্সির কারণে মানসীকে মাঝপথেই ছাড়তে হয় সিরিয়াল।