কিছু পুরনো সিরিয়াল যেমন বন্ধ হয়েছে তেমনি কিছু নতুন সিরিয়ালও শুরু হওয়ার মুখে। জি বাংলায় সোমবার থেকেই শুরু হবে দুটো নতুন সিরিয়াল। আর দুটো সিরিয়ালই রীতিমতো তারকা খচিত। আর এই দুই সিরিয়াল শুরু হওয়ার কারণে কিছু পুরনো সিরিয়ালের সময়ও বদলে যাচ্ছে।
তুই আমার হিরো
সোমবার থেকে বিকেল ৬টার স্লটে আসছে নতুন ধারাবাহিক তুই আমার হিরো। এই সিরিয়ালে দেখা যাবে নতুন জুটি রুবেল ও মোহনা মাইতিকে। এই একই স্লটে স্টার জলসায় চলছে তেঁতুলপাতা। সদ্যই শেষ হয়েছে রুবেলের নিম ফুলের মধু সিরিয়াল। আর সেটা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল তুই আমার হিরো।
চিরদিনই তুমি যে আমার
জি বাংলায় আরও এক নতুন সিরিয়াল শুরু হবে সোমবার সাড়ে ৬টা থেকে। দিতিপ্রিয়া রায় ও জিতু কমলের নতুন মেগা চিরদিনই তুমি যে আমার। বহু বছর পর জিতু এই সিরিয়ালের মাধ্যমে কামব্যাক করেছেন আবার দিতিপ্রিয়াকেও রানি রাসমণির পর এই সিরিয়ালে দেখা যাবে। আর এই সময়, জলসায় সম্প্রচার হচ্ছে গীতা এলএলবি।
জগদ্ধাত্রী ও কথা
সন্ধে ৭টায় আসবে জগদ্ধাত্রী। বর্তমানে জি বাংলার সবচেয়ে পুরনো ধারাবাহিক এটি। অগস্টে ৩ বছর হবে এই মেগার, এখনও টিআরপি তালিকায় সেরা পাঁচে থাকে এই মেগা। একের পর এক টুইস্ট দিয়ে, ধরে রেখেছেনিজের জায়গা। আর এই স্লটে আছে স্টার জলসার ‘কথা’। দুটো নিয়েই টানটান উত্তেজনা থাকে দর্শকদের মধ্যে।
ফুলকি ও রাঙামতি তীরন্দাজ
সন্ধে সাড়ে সাতটার স্লটে ছিল ফুলকি। এই সিরিয়াল বহুবারই টিআরপিতে শীর্ষে থেকেছে। বিপরীতে থাকা রাঙামতি তীরন্দাজকে ঘোল খাইয়ে, নিজের জায়গা ধরে রেখেছে দেড় বছর ধরে।
পরশুরাম ও পরিণীতা
১০ মার্চ থেকে স্টার জলসায় শুরু হচ্ছে পরশুরাম আজকের নায়ক। অর্থাৎ নতুন মেগার মুখোমুখি হবে, রাত ৮টার স্লটে পরিণীতা। বর্তমানে টানা ৮ সপ্তাহ ধরে টিআরপি টপার এই মেগা। এখন দেখার, নতুন ধারাবাহিক আসায় কিছু রদবদল হয় নাকি। অপরদিকে, রাত সাড়ে ৮টায় জি বাংলায় আসছে কোন গোপনে মন ভেসেছে। টিআরপিতেও ভালো ফল করছে, রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্যের মেগা। এই স্লটে জলসার তরফ থেকে আছে গৃহপ্রবেশ।
মিত্তির বাড়ি ও চিরসখা
রাত ৯টার স্লটে থাকছে মিত্তির বাড়ি। আদ্রিতের কামব্যাক মেগা নিয়ে বিশেষ উত্তেজনা ছিল দর্শকদের। কিন্তু টিআরপিতে সেভাবে কামাল করতে পারেনি এটি। বিপরীতে স্টার জলসার ‘চিরসখা’।
দুগ্গামনি ও বাঘ মামা
গত সপ্তাহেই জি বাংলায় রাত সাড়ে ৯টার স্লটে শুরু হয়েছে দুগ্গামনি ও বাঘ মামা। ৪৫ মিনিট ধরে চলছে এটি। আর এটি মুখোমুখি হয়েছে অনুরাগের ছোঁয়া+ রোশনাইয়ের (প্রথম ১৫ মিনিট)। রাত ১০.১৫টে সম্প্রচার হচ্ছে মিঠিঝোরা ধারাবাহিক। স্লট বদল হয়েছে এই মেগারও গত সপ্তাহ থেকে। আর এর বিপরীতে সটার জলসায় রয়েছে রোশনাই (প্রথম ১৫ মিনিট)+শুভ বিবাহ। মিঠিঝোরাও সম্প্রচার হচ্ছে ৪৫ মিনিট। নীল ও শ্যামৌপ্তির নতুন মেগা অমর সঙ্গীকে বিকেল সাড়ে ৫টা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, দুপুর ৩টের সময়তে। প্রথম থেকেই টিআরপি রেটিংয়ে খুব খারাপ হল এই বাংলা মেগার।