Advertisement

Nabomita Chatterjee: ভাস্বরের সঙ্গে ডিভোর্স, চুপিসারে দ্বিতীয় বিয়ে সারলেন নাকি নবমিতা?

Nabomita Chatterjee: টেলিভিশন জগতে নিজের অভিনয় দিয়ে মোটামুটি একটা জায়গা তৈরি করে নিয়েছেন নবমিতা চট্টোপাধ্যায়। খুব বেশি তাঁকে সিরিয়ালে দেখা না গেলেও মাঝে মধ্যে অভিনয় জগতে ফেরেন উত্তমকুমারের নাতনি। ব্যক্তিগত জীবন বেশ চর্চিত।

দ্বিতীয় বিয়ে করলেন নাকি নবমিতা?দ্বিতীয় বিয়ে করলেন নাকি নবমিতা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2025,
  • अपडेटेड 7:40 PM IST
  • টেলিভিশন জগতে নিজের অভিনয় দিয়ে মোটামুটি একটা জায়গা তৈরি করে নিয়েছেন নবমিতা চট্টোপাধ্যায়।

টেলিভিশন জগতে নিজের অভিনয় দিয়ে মোটামুটি একটা জায়গা তৈরি করে নিয়েছেন নবমিতা চট্টোপাধ্যায়। খুব বেশি তাঁকে সিরিয়ালে দেখা না গেলেও মাঝে মধ্যে অভিনয় জগতে ফেরেন উত্তমকুমারের নাতনি। ব্যক্তিগত জীবন বেশ চর্চিত। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েও সেই সংসার টেকেনি। আর এবারে নাকি চুপিসারে দ্বিতীয় বিয়ে সেরে নিলেন উত্তমকুমারের নাতনি নবমিতা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবি অন্তত সেই কথাই বলছে। 

এমনিতেই ভবানীপুরে উত্তমকুমারের বাড়ি মেরামতির কাজ চলছে। আর তারই ফাঁকে রবিবার সন্ধ্যে থেকে ভাইরাল নবমিতার বাঙালি বধূ রূপে ছবি। পরনে লাল বেনারসী, গা ভর্তি সোনার সাবেকি গয়না, কপালে চন্দন, গলায় ফুলের মালা আর সিঁথি ভর্তি সিঁদুর। এই ছবি নবমিতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সকলেই অবাক। তাহলে কি দ্বিতীয় বিয়ে করে নিলেন উত্তম-নাতনি। না, বিষয়টি সেটা আসলে নয়। এটা পুরনো কোনও সিরিয়ালের শ্যুটিংয়ের দৃশ্য। যেটা আবার শেয়ার করেছেন নবমিতা। 

এই ছবি শেয়ার করে নবমিতা লিখেছেন, নেড়া বেলতলাতে একবারই যায়। এক সংবাদমাধ্যমকে নবমিতা খুব স্পষ্ট করেই জানিয়েছেন যে তাঁর দ্বিতীয় বিয়েতে পরিবারের কোনও আপত্তি নেই। পর্দায় একাধিকবার বিয়ে করলেও বাস্তবে আবার বিয়ের পিঁড়িতে বসতে ইচ্ছুক নন নবমিতা। উত্তম নাতনির কাছে বিয়ে মানেই আতঙ্ক। কারণ তিনি প্রথম দাম্পত্যে সফল হননি। বিয়ের প্রচুর নিমন্ত্রণে তিনি যান, খাওয়া-দাওয়া করেন। কিন্তু নিজে বিয়ে আর করবেন না। প্রসঙ্গত, ২০১৪ সালে বিয়ে করেন নবমিতা ও ভাস্বর। তার অনেক আগে থেকেই একে-অপরকে চিনতেন তাঁরা। 

২০২০ সালের অগাস্ট মাসে ডিভোর্স হয় উত্তমকুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায় ও অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের। খুব খারাপভাবে এই বিয়ে শেষ হয়। একে-অপরের দিকে একাধিক অভিযোগ তুলেছিলেন তাঁরা। এমনকী, অভিনেতা জানিয়েছিলেন পরিবারের চাপে নবমিতা তাঁকে বিয়ে করলেও, গোটা সময়টা এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর স্ত্রীর। এরপর আর ভাস্বর বিয়ে করেননি। নিজের অভিনয় কেরিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। অপরদিকে, নবমিতাকে দেখা যাবে বুলেট সরোজিনী ধারাবাহিকে। টানা কয়েকদিন শ্যুটিং করেছেন নবমিতা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement