Advertisement

Uttam Mohanty Death: প্রয়াত উত্তম মোহান্তি, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে ওড়িয়া অভিনেতার

Odia Actor Uttam Mohanty Demise: হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উত্তম মোহান্তি। তবে শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার দিল্লির মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Feb 2025,
  • अपडेटेड 4:42 PM IST

ফের দুঃসংবাদ বিনোদন জগতে। প্রয়াত ওড়িয়া চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি। বেশ কিছুদিন ধরেই লিভার সিরোসিসে ভুগছিলেন প্রবীণ অভিনেতা। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার দিল্লির মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। শোকের ছায়া নেমে এসেছে ওড়িয়া সহ সমগ্র বিনোদন জগতে। 

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি  উত্তম মোহান্তি মৃত্যুকে 'ওড়িয়া শিল্পী সম্প্রদায়ের অপূরণীয় ক্ষতি' বলে অভিহিত করেছেন। তিনি ঘোষণা করেছেন যে, অভিনেতার শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে করা হবে। তিনি বলেন, "উত্তম মোহান্তি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন পথপ্রদর্শক তারকার মতো ছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে, তিনি ওড়িয়া সিনেমায় একজন অপ্রতিদ্বন্দ্বী নায়ক ছিলেন। তিনি ওড়িয়া শিল্প জগতের একজন আইকন ছিলেন। ওড়িয়া, বাংলা এমনকী হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি ওড়িয়া চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর মৃত্যু, ওডিয়া শিল্পী সম্প্রদায়ের জন্য একটি অপূরণীয় ক্ষতি।" 

জানা যাচ্ছে, উত্তম মোহান্তি শ্যুটিং করছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অপরাজিতা ও পুত্র বাবুসান। শ্যুটিংয়ের সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা তাঁকে। সেখানে বাধ্য হয়ে ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয় তাঁকে। অবস্থার আরও অবনতি ঘটায়, শনিবার রাতে তাঁকে নিয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।

আরও পড়ুন

প্রসঙ্গত, ওড়িয়া ছবির পাশাপাশি ৩০-এর বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন উত্তম মোহান্তি। তিনি ১৯৭৭ সালে অভিমান (ওড়িয়া) সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। বেশ কয়েকটি পুরষ্কার অর্জনের পাশাপাশি, তিনি ২০১২ সালে ওড়িশা লিভিং লেজেন্ড পুরষ্কারও পেয়েছেন। 'মাটি আমার মা', 'কলির কে', 'অট', 'সংসার', 'খোলা চোখ'- সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা। টলি নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়  উত্তমের মোহান্তির সঙ্গে একটা সময় জুটি বেঁধেছিলেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement