অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা। সামনেই তাঁর বিরাট বড় অপারেশন রয়েছে। তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন অভিনেত্রী। টলিউড তথা টেলিভিশনের চেনা মুখ অনামিকা সাহা। বহু সিনেমাতেই অভিনেত্রীকে দেখা গিয়েছে অভিনয় করতে। কিন্তু এমন কী হল যে অনামিকাকে হাসপাতালে ভর্তি করতে হবে।
জানা যাচ্ছে গলব্লাডারে স্টোন হয়েছে তাঁর। সেটারই অপারেশন হবে। তাই ৪ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হবেন। তবে এখন বহাল তবিয়তে সিরিয়ালের শ্যুটিং করছেন অভিনেত্রী। আউটডোরেও শ্যুটিং রয়েছে। এখন কোনওমতেই ছুটি মিলছে না। ৫ ফেব্রুয়ারি তাঁর অপারেশন। তবে অস্ত্রোপচারের পর ১০ দিন ছুটি পেয়েছেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অনামিকা জানিয়েছেন যে এটাই তাঁর জীবনের বড় অপারেশন।
অনামিকা সাহা জানিয়েছেন তাঁর এই অপারেশন নিয়ে বেশ চিন্তা হচ্ছে। তাঁর সুগারও আছে। অনেক আগেই চিকিৎসক বলেছিলেন তাঁকে এই অপারেশন করিয়ে নিতে। কিন্তু তাঁর সুগার-প্রেশার বেশি থাকার কারণে এই অপারেশন হয়ে ওঠেনি। অনামিকা সাহা-র বয়স বর্তমানে হয়েছে ৬৬ বছর। কদিন আগে এক সাক্ষাৎকারে অনামিকাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি কাজ করতে করতেই চলে যেতে চাই। সৌমিত্রদার মতো, মঞ্চে থাকতে থাকতেই আমি যেন মরতে পারি। শেষটা নিয়েই এখন বড্ড ভয় পাই, কী জানি, কী লেখা আছে। ঈশ্বর আমায় এইটুকু আশীর্বাদ করুক। আমি অভিনয় করতে ভালবাসি। অভিনয় ছাড়া থাকতে পারি না। বয়স হচ্ছে তো, তাই এখন শেষটা বড্ড বেশি ভাবায়’।
১৯৭৩ সালে আশার আলো দিয়ে কর্মজীবন শুরু। সেই থেকে একটানা কাজ করে চলেছেন। প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস, অভিষেক,সকলের মায়ের চরিত্রেইকাজ করেছেন। কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। বাড়িতে পড়ে গিয়ে পাঁজর ভাঙে তাঁর। সেই সময় বাড়িতেই ছিলেন তিনি। অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় বাসন্তী দেবীর অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সাহায্য চেয়েছিলেন।