Advertisement

Rakhee Gulzar: কাঞ্চন 'চুকলিখোর', শিবপ্রসাদ 'শিশির ভাদুড়ি', শ্রুতির কী নাম রাখলেন রাখি?

Rakhee Gulzar: ছোটপর্দা থেকে একেবারে বড়পর্দায় লাফ দিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস। তাও আবার রাখি গুলজারের সঙ্গে কাজ করার সুযোগ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আমার বস ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন শ্রুতি।

আমার বস টিমের সদস্যদের নতুন নাম দিলেন রাখিআমার বস টিমের সদস্যদের নতুন নাম দিলেন রাখি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2025,
  • अपडेटेड 5:10 PM IST
  • কলকাতায় রাখি গুলজার এসেছিলেন আমার বস ছবির ট্রেলার লঞ্চ ও ছবির প্রচারে।

ছোটপর্দা থেকে একেবারে বড়পর্দায় লাফ দিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস। তাও আবার রাখি গুলজারের সঙ্গে কাজ করার সুযোগ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আমার বস ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন শ্রুতি। স্বাভাবিকভাবেই ভীষণ খুশি অভিনেত্রী। শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে দেদার মজা তো করেছেন, এবার ছবির প্রচারের ফাঁকেও রাখি গুলজারের সঙ্গে ফুচকা খেতে গেলেন শ্রুতি সহ ছবির অন্যান্য কলা কুশলীরা। আর সেখানেই অভিনেত্রীর নতুন নাম দিলেন রাখি।

কলকাতায় রাখি গুলজার এসেছিলেন আমার বস ছবির ট্রেলার লঞ্চ ও ছবির প্রচারে। এরই মধ্যে পুরো কলকাতা ঘুরে নিয়েছেন। ফুচকা তো বটেই চেখে দেখেছেন দক্ষিণ থেকে মধ্য কলকাতার সব খাবার। সেখানে ভাঁড়ের চা যেমন আছে, তেমনি রয়েছে কাটলেট, চাইনিজ খাবারও। আর রবিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ফুচকা খেতে দেখা গেল বর্ষীয়ান এই অভিনেত্রীকে। ফুচকা খেতে বারণ করে চলেছেন পর্দার ছেলে শিবপ্রসাদ। কিন্তু মা রাখি তো শোনার পাত্র নন। টপাটপ ফুচকা চলে যাচ্ছে মুখের মধ্যে। জানা গেল, ৪-৫টা ফুচকা খেয়ে ফেলেছেন ইতিমধ্য়েই। 

শুধু নিজে ফুচকা খেলেন রাখি তাই নয়, আমার বস টিমের সকলকে নিজের হাতে ফুচকা খাইয়ে দিলেন। রাখির আন্তরিকতায় আপ্লুত শ্রুতিও। ছবির শ্য়ুটং করতে করতেই রাখির যাঁকে যেটা মনে হয়েছে, সেই হিসাবে নামকরণ করেছেন। যেমন শিবপ্রসাদের নাম দিয়েছেন শিশির ভাদুড়ি, কাঞ্চন মল্লিকের নাম দেওয়া হয়েছে চুকলিঘোর, অভিনেত্রী উমা বন্দ্যোপাধ্যায়কে রাখি ডাকেন নোলক বলে। এবার পালা শ্রুতির। রবিবার ফুচকা খেতে খেতেই শ্রুতির নতুন নাম দিয়ে দিলেন রাখি। 

শ্রুতির শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, শ্রুতি রাখিকে বলছেন আমার নাম দাওনি। তখন রাখি অভিনেত্রীকে বলছেন তোকে নাম দেওয়ার মতো কোনও বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি না। তখন শ্রুতি বলেন, চুল আছে বড়, আর কোনও বিশেষত্ব নেই। তখন রাখি বলেন যে কালীর পিঠে থাকে এরকম কালো চুল। তাই শ্রুতির নাম রাখলেন কালোকেশি। আর নতুন নাম পেয়ে শ্রুতিও দারুণ খুশি। শ্রুতি এই ভিডিও শেয়ার করে লেখেন,' মহালয়ায় মা কালীর চরিত্র প্রাপ্তি হয় প্রতিবার। এইবার হল আর এক প্রাপ্তি। মাকে ভেবেই আমার নামকরণ করলেন স্বয়ং রাখি গুলজার। উনি তো জানেন না, আমার কালিকার চরিত্রে বেশ কয়েকবার কাজ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু ঈশ্বরের ম্যাজিক দেখুন, উনি বারবার আমাদের উপলব্ধি করান আমি আছি।' 

Advertisement

Read more!
Advertisement
Advertisement