Advertisement

Pandit Abhijit Banerjee Passed Away: ফের সঙ্গীত জগতে ইন্দ্রপতন, চলে গেলেন অভিজিৎ

হেমন্ত মুখোপাধ্যায় থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়, মতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, শ্যামল মিত্র-র মতো প্রবাদপ্রতিম শিল্পীরা তাঁর সুরে নিজেদের কণ্ঠের জাদু ছড়িয়েছেন শ্রোতামহলে। হৈমন্তী শুক্লার গাওয়া বিখ্যাত গান ‘এখনও সারেঙ্গিটা বাজছে’র সুরকারও তিনিই। তাঁর সুরে আশা ভোঁসলে গেয়েছিলেন ‘ও পাখি উড়ে আয়।’ সুবীর সেনের কণ্ঠে জনপ্রিয় হয়েছিল, ‘নয় থাকলে আরও কিছুক্ষণ’-এর মতো গান।

পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2022,
  • अपडेटेड 3:28 PM IST

লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee), বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) পর আরও একবার ইন্দ্রপতন সঙ্গীত জগতে। ৯০ বছর বয়সে সুরকার পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হলেন ২১ ফেব্রুয়ারি সোমবার। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সমগ্র বাংলা সঙ্গীত জগত।

হেমন্ত মুখোপাধ্যায় থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়, মতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, শ্যামল মিত্র-র মতো প্রবাদপ্রতিম শিল্পীরা তাঁর সুরে নিজেদের কণ্ঠের জাদু ছড়িয়েছেন শ্রোতামহলে। হৈমন্তী শুক্লার গাওয়া বিখ্যাত গান ‘এখনও সারেঙ্গিটা বাজছে’র সুরকারও তিনিই। তাঁর সুরে আশা ভোঁসলে গেয়েছিলেন ‘ও পাখি উড়ে আয়।’ সুবীর সেনের কণ্ঠে জনপ্রিয় হয়েছিল, ‘নয় থাকলে আরও কিছুক্ষণ’-এর মতো গান। তাঁর মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় প্রথম জানান শিল্পী সৈতৃকত মিত্র এবং রূপঙ্কর বাগচী।

তাঁর মৃত্যু শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লেখেন:

আরও পড়ুন

 

পশ্চিমবঙ্গ সরকার 
তথ্য ও সংস্কৃতি বিভাগ 
নবান্ন 
তরিখ: ২১/২/২০২২

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

বিশিষ্ট সুরকার ও গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে  আমি  গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর।

তাঁর  সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলের মতো প্রবাদপ্রতিম শিল্পীরা। তাঁর সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য অ্যালবাম: অন্তর মন্দিরে জাগো, মেঘের সমুদ্দুরে, নিরুদ্দেশের পথিক, তিস্তা আমার, সূর্যের এক নাম বিবেকানন্দ। সুরারোপিত উল্লেখযোগ্য গান: ও পাখি উড়ে আয়, যদি কানে কানে  ইত্যাদি।

অভিজিৎবাবু পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত  জগতের ক্ষতি হল। 

আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের  গভীর সমবেদনা জানাচ্ছি ।
                     
মমতা বন্দ্যোপাধ্যায়

 

Read more!
Advertisement
Advertisement