Advertisement

Vidya Balan: পুজোর আগে কলকাতায় বিদ্যা, মহালয়ার দিন কালীঘাটে 'কাহানি' অভিনেত্রী

Vidya Balan: এই শহরের সঙ্গে বিদ্যা বালানের সম্পর্ক বহুদিনের। তাঁর যে কোনও ছবির প্রমোশন হত প্রথম এই শহর থেকেই। পুজোর আগেই সেই বিদ্যা কলকাতায় এলেন। মহালয়ার সকালেই চুপিসারে পুজো দিলেন কালীঘাট মন্দিরে। অভিনেত্রীর সঙ্গে ছিলেন মুম্বইবাসী বোন ও ভগ্নিপতী।

বিদ্যা বালানবিদ্যা বালান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2023,
  • अपडेटेड 5:13 PM IST
  • এই শহরের সঙ্গে বিদ্যা বালানের সম্পর্ক বহুদিনের। তাঁর যে কোনও ছবির প্রমোশন হত প্রথম এই শহর থেকেই। পুজোর আগেই সেই বিদ্যা কলকাতায় এলেন।

এই শহরের সঙ্গে বিদ্যা বালানের সম্পর্ক বহুদিনের। তাঁর যে কোনও ছবির প্রমোশন হত প্রথম এই শহর থেকেই। পুজোর আগেই সেই বিদ্যা কলকাতায় এলেন। মহালয়ার সকালেই চুপিসারে পুজো দিলেন কালীঘাট মন্দিরে। অভিনেত্রীর সঙ্গে ছিলেন মুম্বইবাসী বোন ও ভগ্নিপতী। রাজ্যবাসীকে জানালেন শারদোৎসবের শুভেচ্ছাও। 

মহালয়ার দিন অমাবস্যা হওয়ার কারণে কালীঘাট মন্দিরে এমনিতেই দর্শনার্থীরা ভিড় জমিয়েছিলেন মায়ের দর্শনের জন্য। শুক্রবার রাতেই কলকাতায় এসেছেন বিদ্যা বালান। শনিবার ভোরেই কালীঘাট মন্দিরে যান অভিনেত্রী পুজো দিতে। বাঙালি সাজে এদিন মন্দিরে হাজির হন 'কাহানি' অভিনেত্রী। পরনে ছিল লাল রঙের শাড়ি, চুল তুলে খোঁপা করে হাতে পুজোর ডালা নিয়ে দেখা যায় তাঁকে। খালি পায়ে মন্দিরের সামনের গেট দিয়েই বাকিদের মতো প্রবেশ করেন তিনি। তিনি জানিয়েছেন যে মহলয়া উপলক্ষ্যে নয়, অভিনেত্রী কলকাতায় এলেই কালীঘাট মন্দিরে পুজো দেন। বিদ্যাকে দেখে দর্শনার্থীদের মধ্যে উচ্ছাস দেখা দেয়। অভিনেত্রী সেলফি তোলার আবদারও মেটান সকলের। 

কলকাতায় এসেছেন বেশ অনেক কটা কাজ নিয়ে। এছাড়াও শহরের এক বড় পুজো মণ্ডপে দেখা যাবে বিদ্যাকে। শহরে পুজোর আমেজ জমজমাট। উৎসব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী করেছেন ভার্চুয়ালি। মহালয়ার দিন গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয়ে গিয়েছে তর্পণ। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়ে গেল। এরই মাঝে শহরে বলিউড অভিনেত্রী আসায় উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে।  

জানা গিয়েছে, শ্রীভূমির পুজোতে যাবেন বিদ্যা বালান। এছাড়াও শহরের কয়েকটি পুজোয় ঢুঁ মারবেন অভিনেত্রী। এর আগেও একাধিকবার শহরে এসেছেন তিনি। তবে সেটা সবই ছবির প্রচারে। রবিবারই শহর ছাড়বেন বিদ্যা।   

 

Read more!
Advertisement
Advertisement