Advertisement

Anuparna Roy: ভেনিসে বিশ্বজয় পুরুলিয়ার মেয়ে অনুপর্ণার, শুভেচ্ছা জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা

Anuparna Roy: ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার জয়জয়কার। সেরা পরিচালকের খেতাব জিতলেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জয় করেছেন তিনি। ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ছবির জন্য পুরস্কার জয়ের পর উচ্ছ্বসিত পরিচালক।

অনুপর্ণাকে শুভেচ্ছা মুখ্য়মন্ত্রীরঅনুপর্ণাকে শুভেচ্ছা মুখ্য়মন্ত্রীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2025,
  • अपडेटेड 7:31 PM IST
  • ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার জয়জয়কার।

৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার জয়জয়কার। সেরা পরিচালকের খেতাব জিতলেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জয় করেছেন তিনি। ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ছবির জন্য পুরস্কার জয়ের পর উচ্ছ্বসিত পরিচালক। বাংলার মেয়ের এই সাফল্যে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী অনুপর্ণা রায়কে শুভেচ্ছা জানিয়েছেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই। মুখ্যমন্ত্রী আরও লেখেন, অনুপর্ণা  বিশ্বখ্যাত  ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়।এই শাখায় এই সম্মান তাঁর  আগে কোনো ভারতীয় পরিচালক পান নি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার  মেয়েদের জয়।

অনুপর্ণা পরিচালিত ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ছবির গল্প মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলাকে নিয়ে। এই ছবিতে অভিনয় করেছেন নীজ শেখ, সুমি বাঘেল। প্রযোজক বিভাংশু রায়, রোমিল মোদি এবং রঞ্জন সিং। অনুরাগ কাশ্যপ প্রেজেন্টার। সেরা পরিচালকের এই পুরস্কার নিয়ে আড়াল থেকে প্রতিটি নারীর লড়াইকে স্যালুট জানিয়েছেন অনুপর্ণা। তাঁর এই দুর্দান্ত গল্প আন্তর্জাতিক মহলে দারুণ প্রশংসায় কুড়িয়েছে।

অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়। এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনও ভারতীয় পরিচালক পান নি। অনুপর্ণার মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। অনুপ্রণা দুটো কর্পোরেট হাউসের চাকরি ছেড়ে দিনে মন দেন সিনেমা তৈরিতে। মাধ্যমিক দেওয়ার পরই বাঙালি পরিচালকের মনন বদলাতে থাকে। 

ফাস্ট ডিভিশন না হওয়ার মাধ্যমিকের পর মা-বাবা অনুপর্ণাকে ইংরেজি শিক্ষক মামার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আর তারপরেই যেন একটু একটু করে বদলে যেতে থাকে কিশোরী মেয়ে অনুপর্ণার জীবন। মামা নীলোৎপল সিংহের হাত ধরে ইংরেজি সাহিত্য, ভারতীয় সংস্কৃতি সর্বোপরি জীবনকে অন্যভাবে দেখার ভাবনা যেন গেঁথে যায় তাঁর মনে। তাই শ্রেষ্ট পরিচালকের শিরোপা পেয়ে সোশ্যাল মিডিয়ায় অনুপর্ণা লেখেন, মামা, মাই ফাস্ট টিচার। ২০২৩ সালে অনুপর্ণার প্রথম ছবি 'রান টু দ্যা রিভার' রিলিজ হয়। দ্বিতীয় ছবি 'সংগস অফ ফরগটেন ট্রিজ' ভেনিসে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার এনে দেয় তাঁকে।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement