Advertisement

Jeetu-Ditipriya: জিতু-দিতিপ্রিয়ার 'অশান্তি', মিটিং করে সমাধান মিলল? একসঙ্গে শ্যুটিংই করতে চাইছেন না

Jeetu-Ditipriya: বেশ কয়েক মাস ধরেই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'চিরদিনই তুমি যে আমার' নিয়ে অশান্তি বর্তমান। ধারাবাহিকের নায়ক জিতু কমল ও নায়িকা দিতিপ্রিয়ার মধ্যেই প্রধানত সমস্যা দেখা দিয়েছে। মাঝে তাঁদের মধ্যেকার ভুল বোঝাবুঝি মিটে গেলেও ফের নতুন করে মাথা চাড়া দিয়েছে নায়ক-নায়িকার মধ্যেকার ঝামেলা।

জিতু-দিতিপ্রিয়াজিতু-দিতিপ্রিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2025,
  • अपडेटेड 10:19 AM IST
  • বেশ কয়েক মাস ধরেই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'চিরদিনই তুমি যে আমার' নিয়ে অশান্তি বর্তমান।

বেশ কয়েক মাস ধরেই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'চিরদিনই তুমি যে আমার' নিয়ে অশান্তি বর্তমান। ধারাবাহিকের নায়ক জিতু কমল ও নায়িকা দিতিপ্রিয়ার মধ্যেই প্রধানত সমস্যা দেখা দিয়েছে। মাঝে  তাঁদের মধ্যেকার ভুল বোঝাবুঝি মিটে গেলেও ফের নতুন করে মাথা চাড়া দিয়েছে নায়ক-নায়িকার মধ্যেকার ঝামেলা। জল গড়িয়েছে বেশ অনেকদূরই। সমাধানসূত্র খুঁজতে সোমবার সন্ধ্যায় জিতু ও দিতিপ্রিয়ার সঙ্গে বৈঠকে বসে প্রযোজনা সংস্থা এসভিএফ।

সূত্রের খবর, জিতু ও দিতিপ্রিয়ার সঙ্গে প্রযোজনা সংস্থার বৈঠক চলে প্রায় আড়াই-তিনঘণ্টা। কী সিদ্ধান্ত হল সেই বৈঠকে? সূত্র মারফৎ জানা গিয়েছে যে এদিনের বৈঠকে কোনও সমাধান পাওয়া যায়নি। প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। যে কারণে আলোচনা ডাকা হয়েছিল, তা নিয়ে খুব একটা বেশি আশার আলো দেখতে পায়নি প্রযোজনা সংস্থা। নায়ক-নায়িকার তরফেও এই নিয়ে কোনও কথা বলতে রাজি নন। 

গত কয়েকদিন ধরেই চিরদিনই তুমি যে আমার সিরিয়াল নিয়ে একের পর এক সমস্যা দেখা যাচ্ছিল। জিতু সুস্থ হয়ে ফ্লোরে ফেরার পর থেকেই সমস্যার সৃষ্টি হয়। জিতুকে দীর্ঘক্ষণ সেটে বসিয়ে রেখে দেরি করে আসেন দিতিপ্রিয়া। তারপরেই নাকি তিনি সেট ছেড়ে উঠে যান। তাতেই অপমানিত বোধ করেন নায়িকা। শুধু তাই নয়, দিতিপ্রিয়া এও জানিয়ে দিয়েছেন যে তিনি জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। আর এই নিয়েই ফের নতুন করে জলঘোলা শুরু হয়। দিতিপ্রিয়া এই নিয়ে মুখ না খুললেও জিতু কমল সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। 

গত দুদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়াকে বয়কটের দাবি উঠেছে। জিতুর ফলোয়ার্সরা বলছেন যে সিরিয়াল থেকে নায়িকাকে সরিয়ে দেওয়া হোক। সোমবারের এই বৈঠকের কারণে এদিন শ্যুটিং বন্ধ রাখা হয়েছিল। তবে মঙ্গলবার যথারীতি সিরিয়ালের অন্য কলা কুশলীরা কল টাইম পেয়েছেন। কিন্তু আর্য-অপর্ণার শ্যুটিং আছে কিনা এখনও জানা নেই। এমনিতে টিআরপিতে এই ধারাবাহিক বেশ জনপ্রিয়। যদিও জিতু-দিতিপ্রিয়ার এই কোন্দলে সামাজিক মাধ্যম বিভক্ত। এই সিরিয়াল বন্ধ হবে নাকি নায়ক-নায়িকা বদলাবে, তা এখনও কিছুই জানা যায়নি। তবে প্রযোজনা সংস্থা শীঘ্রই এর সমাধান বের করবেন বলে জানা গিয়েছে।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement