Advertisement

Ditipriya Roy: মাঝপথে ছাড়েন 'চিরদিনই তুমি যে আমার', এখন কী করছেন দিতিপ্রিয়া?

'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল থেকে সরে গিয়েছেন দিতিপ্রিয়া রায়। তাঁর বদলে অপর্ণার চরিত্রে এখন দেখা যাচ্ছে নবাগতা শিরিন পালকে। জিতু কমলের সঙ্গে শিরিনের জুটি দর্শকদের কাছে ইতিমধ্যেই খুব প্রিয় হয়ে উঠেছে। যদিও এই সিরিয়াল নিয়ে কিছুদিন আগেই কম জলঘোলা হয়নি। জিতু ও দিতিপ্রিয়ার ঠান্ডা লড়াই রীতিমতো বড় আকার ধারণ করেছিল।

দিতিপ্রিয়া রায়দিতিপ্রিয়া রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2025,
  • अपडेटेड 5:54 PM IST
  • 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল থেকে সরে গিয়েছেন দিতিপ্রিয়া রায়।

'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল থেকে সরে গিয়েছেন দিতিপ্রিয়া রায়। তাঁর বদলে অপর্ণার চরিত্রে এখন দেখা যাচ্ছে নবাগতা শিরিন পালকে। জিতু কমলের সঙ্গে শিরিনের জুটি দর্শকদের কাছে ইতিমধ্যেই খুব প্রিয় হয়ে উঠেছে। যদিও এই সিরিয়াল নিয়ে কিছুদিন আগেই কম জলঘোলা হয়নি। জিতু ও দিতিপ্রিয়ার ঠান্ডা লড়াই রীতিমতো বড় আকার ধারণ করেছিল। প্রযোজনা সংস্থার সঙ্গে একের পর এক বৈঠক করেও কোনও রফাসূত্র পাওয়া যায়নি। এরপর অভিনেত্রী নিজেই ঠিক করেন যে তিনি এই সিরিয়াল আর করবেন না। চিরদিনই তুমি যে আমার সিরিয়াল মাঝপথেই ছাড়েন অপর্ণা তথা দিতিপ্রিয়া। কিন্তু সেই ঘটনার পর কী করছেন নায়িকা?

চিরদিনই তুমি যে আমার সিরিয়াল চলাকালীন জিতু-দিতিপ্রিয়ার কোন্দল সামনে আসে। কখনও জিতুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন দিতিপ্রিয়া আবার কখনও বা নায়িকার সঙ্গে ব্যক্তিগত চ্যাট প্রকাশ্যে আনেন জিতু। সেই সমস্যা মিটে গেলেও আবার কিছুদিন পর সমস্যা শুরু হয়। দিতিপ্রিয়া সাফ জানিয়ে দেন তিনি পর্দার আর্য সিংহের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। এরপরই সমস্যা বাড়তে থাকে। প্রযোজনা সংস্থা মেটাতে চাইলেও দিতিপ্রিয়া আর অপর্ণা চরিত্রে অভিনয় করবেন না জানিয়ে দেন। তারপর সোশ্যাল মিডিয়া জুড়ে নায়িকাকে নিয়ে চলে একাধিক কাঁটাছেঁড়া। গত ২৪ নভেম্বর আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয় দিতিপ্রিয়ার সিদ্ধান্তের কথা। আর তারপর থেকেই হঠাৎ যেন কর্পূরের মতো গায়েব হয়ে যান নায়িকা। 

সোশ্যাল মিডিয়াতেও দিতিপ্রিয়া অ্যাক্টিভ নন। ফেসবুক ও ইনস্টাগ্রামে তাঁর নতুন পোস্ট বা স্টোরি অনেকদিনই কেউ দেখেননি। দিতিপ্রিয়ার নতুন কাজের কথাও শোনা যাচ্ছে না। ফেসবুকে দিতিপ্রিয়া শেষ পোস্ট দেন এই বছরের ১৮ অক্টোবর। এরপর তাঁর পেশাগত জীবনে চলা টানাপোড়েন নিয়ে তিনি কোনও লেখা বা পোস্ট করেননি। সিরিয়াল ছাড়ার পরও তাঁকে সেভাবে দেখা যাচ্ছে না। দিতিপ্রিয়ার ভক্তরা বার বার জিজ্ঞাসা করছেন তিনি কোথায়, কী করছেন। 

Advertisement

যদিও কিছুদিন আগে এক সংবাদমাধ্যমকে দিতিপ্রিয়া জানিয়েছিলেন যে তিনি ধারাবাহিক ছাড়া নিয়ে কোনও মন্তব্য করতে চান না। তবে আগামী একমাস সবকিছু থেকে দূরে রাখবেন নিজেকে। দিতিপ্রিয়া ঘুরতে ভালোবাসেন, ইচ্ছে আছে কোথাও ঘুরে আসবেন। দিতিপ্রিয়ার কথায়, এত জলঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে এখন তিনি তাঁর ব্যক্তিগত জীবনকে নেটদুনিয়া থেকে দূরেই রাখতে চান। আর তাই হয়তো অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না।   

Read more!
Advertisement
Advertisement