Advertisement

Actor Dev Unknown Fact: দীপক পরিচিত দেব নামেই, বাড়িতে সুপারস্টারকে কী নামে ডাকা হয়?

Actor Dev Unknown Fact: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেব নিজের জায়গা করে নিয়েছেন দর্শকদের ভালোবাসার জোরে। অভিনেতা, প্রযোজক, সাংসদ সব ভূমিকাই তিনি সামলাচ্ছেন সমান তালে। আসল নাম দীপক অধিকারি, যদিও পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে চেনে দেব নামেই।

দেবকে বাড়িতে কী নামে ডাকা হয়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2024,
  • अपडेटेड 4:28 PM IST
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেব নিজের জায়গা করে নিয়েছেন দর্শকদের ভালোবাসার জোরে।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেব নিজের জায়গা করে নিয়েছেন দর্শকদের ভালোবাসার জোরে। অভিনেতা, প্রযোজক, সাংসদ সব ভূমিকাই তিনি সামলাচ্ছেন সমান তালে। আসল নাম দীপক অধিকারি, যদিও পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে চেনে দেব নামেই। দেবের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। টলিপাড়ার অন্যতম হিরোর ঝুলিতে প্রতি বছরই গোটা তিনেক ছবি থাকবেই থাকবে। টলিপাড়ার সকলের কাছে দীপক দেব নামে পরিচিত হলেও পরিবার ও মা-বাবা তাঁকে ডাকেন অন্য নামে। জানেন দেবের ডাকনাম আসলে কী?

 ১৯৮২ সালে কেশপুরের গ্রাম মহেশখালিতে জন্মগ্রহণ করেন দীপক অধিকারী। তাঁর পিতার নাম গুরুপদ অধিকারি এব মাতার নাম মৌসুমী অধিকারি। দেব বাড়ির বড় ছেলে। তাঁর একটি বোনও রয়েছে, নাম দীপালি। দেব তাঁর শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন চন্দ্রকোনায় মামারবাড়িতে। এরপর তিনি বাবা-মা'র কাছে মুম্বই যান এবং বান্দ্রার পুরুষোত্তম হাই স্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। কিন্তু সকলের প্রিয় দেব তাঁর পরিবার ও মা-বাবার কাছে রাজু নামে পরিচিত। বাড়িতে তাঁকে রাজু নামেই ডাকা হয়ে থাকে। 

দেব ফিল্মি দুনিয়ায় কাজ শুরু করেন আব্বাস-মস্তানের 'টারর্জান দ্য ওয়ান্ডার কার'-এর সঙ্গে। এই ছবির সেটে ওবসার্ভার হিসাবে কাজ করেছেন দেব। এরপর বাংলা ছবিতে নিজের ভাগ্য পরীক্ষার জন্য কলকাতায় চলে আসেন দেব। টলিউডে দেবের প্রথম ছবি অগ্নিশপথ। যেখানে দেবের কো-স্টার ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০০৭ সালে দেব ও পায়েল অভিনীত আই লাভ ইউ মুক্তি পাওয়ার পরই আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। এরপর চ্যালেঞ্জ, পাগলু, প্রেমের কাহিনী, মন মানে না, দুজনে, বলো না তুমি আমার, লে ছক্কা, বুনোহাঁস, কিশমিশ, রোমিও, খোকাবাবু, আরশিনগর, চাঁদের পাহাড়, পাসওয়ার্ড, গোলন্দাজ, ব্যোমকেশ, কাছের মানুষ, প্রজাপতি, প্রধান সহ আরও অনেক ছবি। এই বছরের পুজোতেই মুক্তি পেয়েছে দেব অভিনীত টেক্কা। যা পুজোয় ভাল ব্যবসা করেছে।  

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সম্প্রতি দেব মুম্বই থেকে তাঁর টিমের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন হ্যালো মুম্বই। আর সেই ছবি দেখে অনেকেরই মনে হয়েছে যে দেব হয়ত এবার বলিউডে পা জমাতে চলেছেন। কিন্তু আসলে তা নয়, দেব একটি নরম পানীয়ের বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য মুম্বই গিয়েছেন। প্রসঙ্গত, জীবনের প্রথম দিকটা মুম্বইতেই কাটিয়েছেন দেব। তবে তাঁর উত্থান বাংলা ছবির হাত ধরেই। তবে এখনও মুম্বইতে কাজ করা হয়নি তাঁর। বলিউডে দেব কবে কাজ করবেন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন দেবের অনুরাগীরা।  

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement