বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অনিন্দিতা বসু। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করার পর অনিন্দিতা টলিউডের চেনা মুখ হয়ে উঠেছেন। যদিও এখন কেরিয়ারের স্বার্থে মুম্বইতেই থাকেন তিনি। পেশাগত জীবনের চেয়ে অনিন্দিতার ব্যক্তিগত জীবন বেশ চর্চিত। দুটো ব্যর্থ বিয়ে ও ব্রেক-আপের পর এখন আপাতত নিজেকে সিঙ্গল বলেই দাবি করে থাকেন অনিন্দিতা। এখনও তিরিশের কোঠা পেরোননি অথচ তাঁর জীবনে দুটো ডিভোর্স ইতিমধ্যেই হয়ে গিয়েছে। অনিন্দিতার প্রথম স্বামী ছিলেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। কিন্তু অভিনেত্রীর দ্বিতীয় স্বামী কে তা অনেকেই জানেন না।
গৌরবের সঙ্গে ডিভোর্সের পর অনিন্দিতার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল রাজ চক্রবর্তীর সহকারি-পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে। ২০১৫ সালে অনিন্দিতা ও অভিমন্যু বিয়েও করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই বিয়েও ভেঙে যায়। এখন অবশ্য অভিমন্যু নিজে একজন পরিচালক। সিনেমা থেকে ওয়েব সিরিজ সবকিছুই পরিচালনা করছেন। রাজ চক্রবর্তীর সঙ্গেও তাঁর সম্পর্ক দারুণ। এখন অবশ্য অভিমন্যু দ্বিতীয়বার বিয়ে করেছেন, বর্তমানে তাঁর স্ত্রী মানালি দে। মানালিরও এটা দ্বিতীয় বিয়ে। প্রাক্তন অনিন্দিতাকে নিয়ে অভিমন্যু এর আগে বলেছিলেন,'অনিন্দিতা ভাল মেয়ে। আমিও বোধহয় খারাপ নই। কিন্তু আমাদের একসঙ্গে না থাকার কারণটা দু’জনের ব্যক্তিগত সিদ্ধান্ত।'
অনিন্দিতার এর আগে বিয়ে হয়েছিল গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে। ২০১৩ সালে বিয়ে করেন গৌরব-অনিন্দিতা। তবে দুবছর পর সেই বিয়েও ভেঙে যায়। এই বিয়ে ভাঙার বহু বছর পর গৌরব দ্বিতীয় বিয়ে করেন বিধায়ক দেবাশিষ কুমারের মেয়ে দেবলীনার সঙ্গে। এখন তাঁরা সুখে সংসার করছেন। এই দুটো বিয়ে ভাঙার পরই অনিন্দিতা আবারও সম্পর্কে জড়ান অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। তাঁরা একসঙ্গে বেশ কিছু বছর লিভ-ইন রিলেশনে ছিলেন। কিন্তু এরপর সেই সম্পর্কেও চিড় ধরে। আলাদা হয়ে যান সৌরভ ও অনিন্দিতা।
এখন নিজের মতো করে জীবন কাটাতে চান অনিন্দিতা। কলকাতা ছেড়েছেন অনেকদিন আগেই তবে যাতায়াত রয়েছে। অবিনয়ের পাশাপাশি নতুন ব্যবসাও শুরু করেছেন। কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন তিনি। রাজ-শুভশ্রীর সঙ্গে পার্টিও করেছেন চুটিয়ে। আপাতত নিজের আঁকা ছবি টি-শার্টে প্রিন্ট করে অনলাইনে বিক্রি করছেন অনিন্দিতা। তাঁর গ্রাহক তালিকায় তাক লাগানো। রয়েছেন শুভশ্রী-সহ ইন্ডাস্ট্রির অনেক বন্ধুই। তবে তিনি সিঙ্গল নাকি মিঙ্গল তা এখনও জানা যায়নি।