
টলিপাড়ার ঠোঁটকাটা অভিনেত্রী বলেই পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়ে অন্বেষাকে একা হাতেই মানুষ করেছেন অভিনেত্রী। অভিনয় ও মায়ের ভূমিকা দুটোই দারুণভাবে পালন করেন তিনি। মেয়ে অন্বেষা যদিও মায়ের সঙ্গে কলকাতায় থাকেন না, লন্ডনে চাকরি করেন স্বস্তিকার আদরের মানি। আর সেখানেই বিদেশি প্রেমিকের সঙ্গে চুটিয়ে ডেট করছেন স্বস্তিকা-কন্যা।
উচ্চশিক্ষা থেকে চাকরি, স্বস্তিকা-কন্যা অন্বেষা এখন বিদেশেই থাকছেন। কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে অন্বেষা। তারপর তাঁর প্রাণের শহর লন্ডনে পছন্দের চাকরিও পেয়েছেন। আর সেখানেই পেশায় ক্লাউড ইঞ্জিনিয়ার ড্যানিয়েল লোগ্রানের সঙ্গে গত একবছর ধরে সম্পর্কে রয়েছেন অন্বেষা। দুজনে সমবয়সী। পড়াশোনার সূত্রেই আলাপ। মাঝে মধ্যেই অন্বেষা প্রেমিকের সঙ্গে নিজের মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন।
২০২৫ সাল থেকে অন্বেষা তাঁর প্রেমিক ড্যানিয়েলের সঙ্গে ছবি পোস্ট করেন। দুর্গাপুজোর সময়ও অন্বেষা তাঁর বিদেশি প্রেমিককে পাঞ্জাবি পরিয়েছিলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অন্বেষা। ড্যানিয়েলের সঙ্গে লন্ডনের রাস্তায় ঘুরে ঘুরে প্রেমের মিষ্টি মুহূর্তগুলি তুলে ধরেন স্বস্তিকা-কন্যা। মেয়ের এই সম্পর্কের কথা অজানা নয় স্বস্তিকারও। মেয়ের সঙ্গে তাঁর বন্ধুত্বের মতো সম্পর্ক। তাই অন্বেষা কোনও কিছুই লুকিয়ে রাখেন না স্বস্তিকার কাছে। মেয়ে ও মেয়ের প্রেমিকের সঙ্গে ছবিও রয়েছে স্বস্তিকার।
গত বছর শেষে ইউকে ট্রিপে গিয়েছিলেন নায়িকা। সেইসময় মেয়ে ও তাঁর প্রেমিকের সঙ্গে জমিয়ে পোজ দিয়েছেন স্বস্তিকাও। অন্বেষার এর আগে একটি সম্পর্ক ছিল। শ্লোক চন্দন নামে এক তরুণের সঙ্গে প্রেম করতেন অন্বেষা। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে দেখা যেত। অন্বেষার প্রাক্তন প্রেমিক কলকাতারই ছেলে ছিল। তবে সেই সম্পর্ক টেকেনি। ব্রেকআপের পর বিদেশি প্রেমিককে নিয়ে এখন বেশ খুশি রয়েছেন অন্বেষা।
রবিবার স্বস্তিকা-কন্যার জন্মদিন। মেয়ের জন্মদিন উপলক্ষ্যে অভিনেত্রী কিছু ছবি শেয়ার করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মেয়ে অন্ত প্রাণ স্বস্তিকার, সে কথা অজানা কারোর নয়। অন্বেষাকে একা হাতেই মানুষ করেছেন অভিনেত্রী। মেয়ে বিদেশে থাকলেও স্বস্তিকা মাঝে মধ্যেই সেখানে চলে যান। মেয়ের সঙ্গেই যে তিনি সবকিছু শেয়ার করেন, তা একাধিক সাক্ষাৎকারে স্বস্তিকা স্বীকার করেছেন।