দেবের দ্বিতীয় ছবি আই লাভ ইউ-তে নজর কেড়েছিলেন পায়েল সরকার। রবি কিনাগির সেই ছবিতে দেব-পায়েল জুটি দর্শকদের ভারী পছন্দ হয়েছিল। এরপর পায়েলের সঙ্গে দেব জুটি বেঁধেছেন কখনও 'লে ছক্কা'-তে আবার কখনও বা 'বাওয়ালি আনলিমিটেড'-এ। পায়েল-দেবের জুটিতে এই সিনেমাগুলি দর্শকদের কাছেও দারুণভাবে হিট। সম্প্রতি রঘু ডাকাত ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চে মঞ্চে দেবের সঙ্গে দেখা গিয়েছিল কোয়েল, শ্রাবন্তী, নুসরত, পূজা, সায়ন্তিকাদের। তবে দেখা যায়নি দেবের কেরিয়ারের প্রথমদিকের নায়িকা পায়েল সরকারকে। যা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন।
বড়পর্দা থেকে বেশ কয়েক বছর আগেই দূরে সরে গিয়েছেন পায়েল। বরং ওয়েব সিরিজে পা জমাতে শুরু করেন নায়িকা। অনেকেই আশা করেছিলেন দেবের অন্য নায়িকাদের সঙ্গে হয়ত দেখা যাবে পায়েলকেও। কিন্তু সেই সব আশায় জল ঢেলে দেন পায়েল। তাঁকে দেখা যায়নি রঘু ডাকাত ছবির গ্র্যান্ড ট্রেলারে। আসলে এদিন দেবের অভিনয় জীবনের উদযাপনও ছিল। যেখানে উপস্থিত ছিলেন সুপারস্টারের অধিকাংশ নায়িকারাই। যদিও দেখা যায়নি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রুক্মিণী মৈত্রকে। তাঁদের অনুপস্থিতি নিয়েও চর্চা হয়েছে অনেক। পায়েল সরকারের বাদ পড়া নিয়েও সোশ্যাল মিডিয়ায় উঠছে প্রশ্ন।
এবার খোদ নায়িকাই জানালেন তিনি কেন অনুপস্থিত ছিলেন দেবের এই অনুষ্ঠানে। এক সংবাদমাধ্যমকে পায়েল বলেন যে তিনি বিদেশে বেড়াতে এসেছেন আর সেই কারণেই দেবের এই কেরিয়ার উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। দেব ও এসভিএফ প্রযোজনার পক্ষ থেকে তাঁকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু নায়িকার বিদেশ সফরের জন্য তিনি যোগ দিতে পারেননি।
পায়েল সরকারের অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে। বাণিজ্যিক ছবিতে একসময় রাজ করেছেন পায়েল। দেব ছাড়াও অঙ্কুশ, হিরণ, আবির চট্টোপাধ্যায়, সোহম সহ টলিপাড়ার বহু হিরোর সঙ্গেই জুটি বেঁধেছেন পায়েল। তবে ২০২২ সালে দ্য একেন বাবু-তে শেষবারের মতো দেখা গিয়েছিল পায়েলকে। এরপর সেভাবে নায়িকাকে বড়পর্দায় দেখা যায়নি। যদিও ওয়েব সিরিজে তিনি পা রেখেছেন ইতিমধ্যেই।