Advertisement

Dev-Subhashree: তৃতীয় ব্যক্তি নাকি অন্য কারণ, কেন হয়েছিল দেব-শুভশ্রীর ব্রেকআপ?

Dev-Subhashree: টলিপাড়ার হিট জুটিদের মধ্যে যাঁদের কথা না বললেই নয়, তাঁরা হলেন দেব-শুভশ্রী। একসময় ইন্ডাস্ট্রির কারোরই অজানা ছিল না দেব-শুভশ্রীর সম্পর্কের কথা। টলি সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেম সম্পর্ক একটা সময় ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। প্রকাশ্যে কোনওদিন সম্পর্কের কথা সেভাবে স্বীকার করেননি তাঁরা

দেব-শুভশ্রীর ব্রেকআপ হওয়ার কারণ কী?দেব-শুভশ্রীর ব্রেকআপ হওয়ার কারণ কী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 3:42 PM IST
  • টলিপাড়ার হিট জুটিদের মধ্যে যাঁদের কথা না বললেই নয়, তাঁরা হলেন দেব-শুভশ্রী।

টলিপাড়ার হিট জুটিদের মধ্যে যাঁদের কথা না বললেই নয়, তাঁরা হলেন দেব-শুভশ্রী। একসময় ইন্ডাস্ট্রির কারোরই অজানা ছিল না দেব-শুভশ্রীর সম্পর্কের কথা। টলি সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেম সম্পর্ক একটা সময় ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। প্রকাশ্যে কোনওদিন সম্পর্কের কথা সেভাবে স্বীকার করেননি তাঁরা। কিন্তু তাঁদের ব্রেকআপের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। তাঁদের সম্পর্ক ভাঙার তিন বছর পর ধূমকেতুর শ্যুটিং শুরু হয়েছিল। যেখানে আবারও প্রাক্তনের সামনে এসে দাঁড়াতে হয় শুভশ্রীকে। তাঁদের প্রেম কী কারণে ভেঙেছিল তা সঠিকভাবে জানেন না কেউই। যদিও ইন্ডাস্ট্রিতে শোনা যায় দেব-শুভশ্রীর প্রেম ভাঙার একাধিক কারণের কথা। 

অনস্ক্রিনের এই হিট জুটির সফর শুরু ‘চ্যালেঞ্জ’ থেকে তারপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’- একসঙ্গে রুপোলি পর্দা কাঁপিয়েছেন তাঁরা। পর্দায় দেব-শুভশ্রীর রোম্যান্স দর্শকদের ভারি পছন্দ ছিল। দুজনের অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু তাঁদের সম্পর্ক ভাঙার পর অনেকেই অবাক হয়েছিলেন। কারণ দেব-শুভশ্রীর সম্পর্কের কথা এগিয়েছিল বিয়ে পর্যন্ত। জানতেন দুই বাড়ি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

২০০৯ সালে দেব-শুভশ্রীর জুটির প্রথম ছবি চ্যালেঞ্জ বক্স অফিসে দারুণ হিট হয়। সেই সময় থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। অনস্ক্রিন দেব-শুভশ্রী জুটি দারুণ হিট হয়। যদিও রিলেশনশিপে থাকাকালীন তাঁরা নিজেদের ‘ভাল বন্ধু’ তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন প্রকাশ্যে। দেব-শুভশ্রীর ব্রেকআপের পর গোটা বিষয়টিই সবাই জানতে পারে। শোনা যায়, দেব-শুভশ্রীর মাঝে চলে এসেছিলেন রুক্মিণী মৈত্র। সেই সময় রুক্মিণী অভিনয় করতেন না, মডেলিং করতেন। দেবের সঙ্গে তাঁর বন্ধুত্ব ক্রমেই বাড়তে থাকে। যার আঁচ পৌঁছায় শুভশ্রীর কানেও। এরপরই নাকি দেব-শুভশ্রীর সম্পর্কে দুরত্বের সৃষ্টি হয়। 

অন্য এক সূত্রের খবর, দেব-শুভশ্রীর প্রেম চলাকালীন শুভশ্রী এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে বিয়ে পর্যন্ত যেতে চেয়েছিলেন। কিন্তু দেব ছিলেন কেরিয়ার নিয়ে ব্যস্ত। তাই শুভশ্রীকে সেই সময় বিয়ে করা সম্ভব ছিল না। অগত্যা তাঁদের এই বিষয় নিয়েই ঝগড়া-অশান্তি হয়, যার থেকে সম্পর্কে ভাঙন। ব্রেকআপের পর দেবের জীবনে রুক্মিণী পাকাপাকি জায়গা করে নিলেও শুভশ্রী নিজেকে বড়পর্দা থেকে একেবারে সরিয়ে নেন। পরাণ যায় জ্বলিয়া রে-এর পর শুভশ্রীকে আর দেখা যায়নি। চার বছর পর কামব্যাক করেন শুভশ্রী। 

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এই মুহূর্তে রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী বিবাহিত জীবন কাটাচ্ছেন শুভশ্রী। ইউভান ও ইয়ালিনির মা রাজ-ঘরণী। অতীত জীবন নিয়ে এখন আর কোনও আক্ষেপ, কষ্ট-যন্ত্রণা আর কিছুই নেই। অপরদিকে, দেবও চুটিয়ে প্রেম করছেন রুক্মিণীর সঙ্গে। তবে কবে তাঁরা বিয়ে করছেন, তা জানা যায়নি। দশ বছর পর দেব-শুভশ্রীর ধূমকেতু বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ব্রেকআপের এত বছর পর একসঙ্গে তাঁদের দেখে সকলের মনেই একটা প্রশ্ন কেন ব্রেকআপ হয়েছিল, যার সঠিক কারণ দেব-শুভশ্রী ছাড়া আর কেউই জানেন না। 

Read more!
Advertisement
Advertisement