Advertisement

Tollywood Gossip: চলতি শীতেই আসবে 'টনিক ২', দেবের বিপরীতে থাকতে পারেন এই টেলি নায়িকা

নতুন বছর শুরু হতে না হতেই দেব তাঁর আগামী ছবিগুলোর ঘোষণা করে দিয়েছেন। টনিক ছবির সিক্যুয়েল আসতে চলেছে। চলতি বছরের শীতেই আসবে দেবের এই ছবি। আর শোনা যাচ্ছে 'টনিক ২'-তে দেখা যেতে পারে ছোটপর্দার এই জনপ্রিয় নায়িকাকে।

দেবের 'টনিক ২'-তে নায়িকা কে হবেন?দেবের 'টনিক ২'-তে নায়িকা কে হবেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jan 2026,
  • अपडेटेड 3:21 PM IST
  • নতুন বছর শুরু হতে না হতেই দেব তাঁর আগামী ছবিগুলোর ঘোষণা করে দিয়েছেন।

নতুন বছর শুরু হতে না হতেই দেব তাঁর আগামী ছবিগুলোর ঘোষণা করে দিয়েছেন। টনিক ছবির সিক্যুয়েল আসতে চলেছে। চলতি বছরের শীতেই আসবে দেবের এই ছবি। আর শোনা যাচ্ছে 'টনিক ২'-তে দেখা যেতে পারে ছোটপর্দার এই জনপ্রিয় নায়িকাকে। যদিও এই নিয়ে দেব বা তাঁর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। 

'জগদ্ধাত্রী' সিরিয়ালের মাধ্যমেই ছোটপর্দায় হাতেখড়ি অঙ্কিতা মল্লিকের। কিন্তু এই সিরিয়ালের মাধ্যমেই তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। অঙ্কিতার হাতে এখন রয়েছে প্রয়াত নায়িকা মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের কাজ। যেখানে তাঁকে অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে। এই ছবির মাধ্যমেই টলিউডে অভিষেক হবে অঙ্কিতার। আর এইসবের মাঝেই শোনা যাচ্ছে, 'টনিক ২'-তে দেবের বিপরীতে দেখা যেতে পারে ছোটপর্দার জগদ্ধাত্রীকে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

যদিও এ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন প্রযোজক অতনু, পরিচালক অভিজিৎ সেন এবং নায়িকা স্বয়ং। মাঝে শোনা গিয়েছিল, স্বাধীনতা দিবসে দেবের ছবি 'অ্যাম্বুল্যান্স দাদা'-তেও নাকি দেখা যেতে পারে তাঁকে। শোনা যাচ্ছে, এই গুঞ্জন সত্যি নাও হতে পারে। এর আগেও অঙ্কিতাকে 'প্রজাপতি ২'-তে নেওয়ার কথা ভাবা হচ্ছিল। এই ছবির জন্য পরিচালক ও প্রযোজকদের প্রথম পছন্দ ছিলেন বাংলাদেশি নায়িকা তাসনিয়া ফারিণ। কিন্তু সেই সময় বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। দুই বাংলায় যাতায়াত, সাংস্কৃতিক আদানপ্রদান সাময়িক স্তব্ধ। ফলে, রাজি থাকলেও এ পার বাংলায় আসতে পারেননি ফারিণ।

আর তারপরেই 'প্রজাপতি ২'-এর টিম অঙ্কিতাকে নেওয়ার কথা ভেবেছিলেন। ধারাবাহিকের প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীও নাকি অনুমতি দিয়েছিলেন। শেষপর্যন্ত তা হয়নি। কারণ, দর্শকের চাহিদায় ধারাবাহিক শেষ করা যায়নি। তবে এবার হয়ত দেবের বিপরীতে কাজ করার সেই সুযোগ পাবেন পর্দার জ্যাস। যদিও দেব-পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত 'টনিক' ছবিতে কোনও হিরোইন ছিলেন না। বিশ্বস্ত সূত্রের খবর, 'টনিক ২'-তে পরাণ বন্দ্যোপাধ্যায় থাকবেন। বাকি অভিনেতা এখনও ঠিক হয়নি। চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে।

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরেই শুরু হবে 'টনিক ২'-এর শ্যুটিং। এখানে বলে রাখা ভাল, দেব তাঁর ছবিতে সব সময়ই টেলিভিশনের চেনা নায়িকাদের নিয়েই কাজ করতে ভালোবাসেন। শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, ইধিকা পাল, জ্যোর্তিময়ী কুণ্ডু এঁরা প্রত্যেকেই দেবের সঙ্গে কাজ করেছেন। আর এবার পালা আরও এক টেলি নায়িকার, তাই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে 'টনিক ২'-তে দেবের বিপরীতে দেখা যাবে অঙ্কিতাকে। 

TAGS:
Read more!
Advertisement
Advertisement