Advertisement

Zubeen Garg Last Video: সিঙ্গাপুরে জুবিনের শেষ VIDEO, চলে গেলেন শিল্পী, রেখে গেলেন বহু হিট গান

Zubeen Garg Passes Away: সিঙ্গাপুর পুলিশ জুবিন গর্গকে সমুদ্র থেকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। তড়িঘড়ি আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

জুবিন গর্গজুবিন গর্গ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Sep 2025,
  • अपडेटेड 4:18 PM IST

ফের দুঃসংবাদ বিনোদন জগতে। প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং (Scuba Diving) করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় গায়কের। সিঙ্গাপুর পুলিশ তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। তড়িঘড়ি আইসিইউ-তে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে অসমের এই জনপ্রিয় শিল্পীর বয়স হয়েছিল ৫২ বছর। শোকের ছায়া নেমে এসেছে সমগ্র বিনোদন জগতে। 

নর্থ ইস্ট ফেস্টিভালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন। শনি ও রবিবার তাঁর পারফর্ম করার কথা ছিল। শিল্পীর আকস্মিক মৃত্যুতে আসাম, উত্তর-পূর্ব ভারত ছাড়াও গোটা দেশের মানুষ  শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছে। শিল্পীর অকাল প্রয়াণে স্থম্ভিত সকলে। একদিন আগেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেই ভিডিওর কমেন্ট বক্সেই তাঁর আত্মার শান্তি কামনা করছেন নেটিজেনরা। 

 

শেষ ভিডিওতে, সিঙ্গাপুরবাসীকে তাঁর অনুষ্ঠানে যোগদানের আবেদন করেছিলেন জুবিন। বিদেশের মাটিতে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যশালী এই অনুষ্ঠানের কথা সোশ্যাল মিডিয়ায় জানান শিল্পী। ভিডিওর ক্যাপশনে লেখেন, "সিঙ্গাপুরের বন্ধুদের, ২০ এবং ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সানটেকের চতুর্থ নর্থ ইস্ট ফেস্টিভালে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আসুন এবং ভারতের এই অসাধারণ অংশটির বিষয়ে আরও জানুন। আমাদের উন্নতমানের কৃষি, হস্তশিল্প পণ্য, চা, নৃত্য, ফ্যাশন শো এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রক ব্যান্ড, র‍্যাপারের পরিবেশনায় সন্ধ্যার একটি সঙ্গীত অনুষ্ঠান নিয়ে আসছি। আমি এই ফেস্টিভালের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত থাকব এবং ২০ তারিখ সন্ধ্যায় আমার জনপ্রিয় হিন্দি, বাংলা এবং অসমীয়া গান পরিবেশন করব। আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাতে চাই। শনি ও রবিবার অনুষ্ঠানটি হবে এবং প্রবেশ বিনামূল্যে। সকলে আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!" 

 

 

আসামের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক ছিলেন জুবিন গর্গ। মূলত, অসমীয়া, হিন্দি ও বাংলা ভাষায় গান খ্যাতি পেলেও, ৪০টির বেশি ভাষায় গান গেয়েছেন তিনি। বারোটির বেশি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। ঝুলিতে রয়েছে প্রচুর হিট গান। ১৯৯৫ সালের মাঝামাঝি সময়ে, জুবিন বলিউডে কাজ করার জন্য মুম্বইতে যান। সেখানে তাঁর প্রথম ইন্ডিপপ একক অ্যালবাম 'চাঁদনী রাতে' মুক্তি পায়। যদিও বলিউডে সবচেয়ে বড় ব্রেক পান 'গ্যাংস্টার' ছবির 'ইয়া আলি' গানটি গেয়ে।

Advertisement

টলিউদের বহু ছবিতে গান গেয়ে, বারবার সকলের মন জয় করেছেন জুবিন। তাঁর গান জনপ্রিয় বাংলা গানগুলির মধ্যে রয়েছে 'মন মানে না, 'চিরোদিনী তুমি যে আমার', 'পিয়া রে পিয়া রে', 'চোখের জলে ভাসিয়ে দিলাম', 'বোঝে না সে বোঝে না, সে তো আজও', 'বধুঁয়া', 'প্রেম কি বুঝিনি'। 
 

Read more!
Advertisement
Advertisement