Advertisement

টেলিভিশন

Khorkuto: 'খড়কুটো'-র এক বছর! এখনও হিট 'সৌগুন' জুটির রসায়ন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2021,
  • Updated 4:51 PM IST
  • 1/9

বর্তমানে বাংলা টেলিভিশনের প্রথম সারির ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে 'খড়কুটো' (Khorkuto) একেবারে প্রথমের দিকেই আসে। এক সময়ের রেটিং চার্টের শীর্ষে থাকা এই ধারাবাহিকের রেটিং মাঝে কিছুদিন অনেক কমলেও, ফের উঠে এসেছে অনেকটাই। গত সপ্তাহেও তৃতীয় স্থানে ছিল এই মেগা। 
 

  • 2/9

দর্শকদের ভালোবাসায় 'খড়কুটো' এক বছর পার করেছে। 'সৌগুন' -যে সকলের কতটা কাছের হয়ে উঠেছে তা সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই দেখা যায়। 

  • 3/9

আর সেই ভালোবাসার জোড়েই এই মেগার মাথায় কিছুদিন আগেই উঠতে চলেছে নতুন পালক। বাংলায় সকলের মন জয় করার পর এবার দক্ষিণী- হিন্দি দর্শকদের মনোরঞ্জন করবে 'খড়কুটো'। 
 

  • 4/9

বাংলার পর বাকি দুটো ভাষাতেও ধারাবাহিকের কাহিনি ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ই থাকবেন (Leena Gangopadhyay)।  শুধু তাই না স্থানীয় প্রযোজনা সংস্থার সঙ্গে যুগ্ম ভাবে প্রযোজনা করবেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের (Saibal Banerjee) প্রযোজনা সংস্থা সঙ্গে যুগ্ম ভাবে প্রযোজনা করবেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের (Saibal Banerjee) প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস।  
 

  • 5/9

একবছর পূর্তিতে আবেগপ্রবণ গুনগুন ওরফে অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, "আমাদের ১ বছর পূর্ণ হল...আপনাদের ভালোবাসা, সমর্থন, প্রশংসা, সমালোচনা, পুরষ্কার এবং সবকিছু যা 'খড়কুটো'-কে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে, তার জন্য ধন্যবাদ। আমার মনের খুব কাছের কিছু মুহুর্ত আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি।" 
 

  • 6/9

'খড়কুটো' -তে যে শুরু সৌজন্য বা গুনগুনকে দর্শকেরা পছন্দ করেন, তা কিন্তু নয়। মিষ্টি, পটকা, পুটু পিসি থেকে শুরু করে পরিবারের সকলকেই আপন করে নিয়েছেন জনতা জনার্দন।

  • 7/9

 কিছুদিন আগেই হয়েছে ধারাবাহিকের 'বিয়ের পর্ব'। সেখানে সৌজন্য ও গুনগুনের ফের বিয়ে ও ফুলশয্যা পর্ব একেবারে জমজমাট হয়েছিল। সেই সময় এক ধাক্কায় টিআরপি রেটিংও বেড়ে যায়। 

 

  • 8/9

এদিকে পিসিমার বাড়িতে বার্থ ডে পার্টিতে গিয়েছেন মুখার্জি পরিবারের সকলে। অন্তঃসত্ত্বা মিষ্টির শরীর ভাল না থাকায় গুনগুন থেকে যায় বাড়িতে। 

  • 9/9

হঠাৎই পেটে সাংঘাতিক ব্যথা শুরু হয় মিষ্টির। গুনগুন বুঝতে পারে না সে কী করবে। তাঁর বাবা কৌশিক একটি মেডিক্যাল ক্যাম্পের জন্য রওনা হয়েছে। তাই মিষ্টির ডাক্তারকে যোগাযোগ করার পরামর্শ দেয় সে। এবার কী হবে? তা জানা যাবে আগামী পর্বে। 
 


 

Advertisement
Advertisement