Advertisement

Abhishek- Sharly At ISKCON: শ্যুটিংয়ের ব্যস্ততা থেকে সাময়িক ছুটি, ইস্কন মন্দিরে পুজো দিলেন নব- দম্পতি অভিষেক-শার্লি

Tollywood Couple At Mayapur ISKCON: বলিউডি কায়দায় রিলস শ্যুট করে সোশ্যাল মিডিয়াতেও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। কাজে ফিরেছেন টলি জুটি। ব্যস্ততার মধ্যে সময় বের করে এবার ধর্মীয় স্থানে গেলেন তাঁরা। 

ইস্কন মন্দিরে অভিষেক -শার্লি (ছবি: ইনস্টাগ্রাম) ইস্কন মন্দিরে অভিষেক -শার্লি (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 May 2025,
  • अपडेटेड 12:03 PM IST

গত ২৯ এপ্রিল চার হাত এক হয়েছে অভিষেক বসু ও শার্লি মোদকের। এদিন আইনি ভাবে সই সাবুদ সেরে নতুন জীবন শুরু করেছেন জুটি। কাজের ব্যস্ততার মধ্যেই কিছুটা সময় বের করে মধুচন্দ্রিমাতে গিয়েছিলেন নব দম্পতি। বলিউডি কায়দায় রিলস শ্যুট করে সোশ্যাল মিডিয়াতেও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। কাজে ফিরেছেন টলি জুটি। ব্যস্ততার মধ্যে সময় বের করে এবার ধর্মীয় স্থানে গেলেন তাঁরা। 

মায়াপুরে ইস্কন মন্দিরে গিয়েছেন অভিষেক- শার্লি। নরসিংহ দেবের মন্দিরে দু'জনে একসঙ্গে আরতি করেছেন। নিজেদের সোশ্যাল পেজে সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। ক্যাপশনে শার্লি লিখেছেন, "ভাসাইলাম মন প্রেম সাগরে, কৃষ্ণ নামের মালাটি পরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে...।"      

 

আরও পড়ুন

 

গাঁটছড়া বেঁধেছেন 'ফুলকি'-র রোহিত রায়চৌধুরী ও শালিনী। বিয়ের পরে পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। প্রথমে কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে বর্তমান পরিস্থিতির জন্য সেই পরিকল্পনা বদলে, দেরাদুন, আউলিতে গিয়েছিলেন। তাঁদের শেয়ার করা ভিডিওতে সুন্দর মনোরম পাহাড়ের দৃশ্য ও নব দম্পতির রোম্যান্টিক মুহুর্ত দেখে দারুণ খুশি অনুগামীরা।   

 

 

রিল ও রিয়েল লাইফের কতটা তফাৎ হয়, তার বড় উদাহরণ এই বিয়ে। কারণ বিয়ে করলেন মেগার নায়ক ও খলনায়িকা। অভিষেক- শার্লির বিয়ের আগে,  ধারাবাহিকের সেটেই এলাহি আয়োজন করা হয়েছিল বর- কনের। বিয়ের জন্য প্যাস্টেল থিম বেছে নিয়েছিলেন জুটি। শার্লির পরনে ছিল লেহেঙ্গা। অন্যদিকে অভিষেক পরেছিলেন শেরওয়ানি। এদিন শার্লির সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন অভিষেক।      

 

 
প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে প্রেম করছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়াতও ভাগ করে নিতেন বিভিন্ন মুহূর্তের ছবি। গত বছরের ডিসেম্বর মাসে তাঁদের বিয়ের কথাও ছিল। কিন্তু হঠাৎ সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসে। অন্যদিকে, সাত বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন শার্লি। মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। টলিপাড়ার খবর, ব্রেকআপ যন্ত্রণাই নাকি কাছাকাছি এনেছে অভিষেক-শার্লিকে।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement