চলতি বছরের এপ্রিল মাসে চার হাত এক হয়েছে অভিষেক বসু ও শার্লি মোদকের। আইনি ভাবে সই সাবুদ সেরে নতুন জীবন শুরু করেছেন জুটি। বুধবার, অভিষেকের জন্মদিন। বিয়ের পরে প্রথম জন্মদিন। তাই স্বাভাবিকভাবেই দু'জনের কাছে দিনটা বাড়তি স্পেশাল। রাতে ১২টার পরই সারপ্রাইজ দিয়েছিলেন শার্লি। এরপর স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন।
সোশ্যাল মিডিয়ায় দু'জনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শার্লি। ক্যাপশনে লিখেছেন, "আজ তোমার জন্মদিন..আমার জীবনের সবচেয়ে মূল্যবান এবং বিশেষ মানুষ.. জানি না কীভাবে আমি এটাকে এতটা বিশেষ করে তুলতে পারব, যতটা আমি অনুভব করি। আমি তোমাকে ভালোবাসি অভিষেক। আমি তোমাকে ভালোবাসি বর। আমি তোমাকে ভালোবাসি বন্ধু। আমি তোমার সব কিছু ভালোবাসি। না, আমি তোমার মধ্যে খারাপ কিছু দেখি না..তুমি সেরা.. যেভাবে তুমি তোমার নৈপুণ্যকে সম্মান করো, যেভাবে তুমি কখনও কোনও কিছুকে হালকাভাবে নাও না, তুমি যেভাবে সব সময় বিশ্বজগতের প্রতি কৃতজ্ঞ, আমাকে প্রতিদিন বারবার তোমার প্রেমে পড়তে বাধ্য করো.. তুমি আমাকে আবেগ এবং আত্মবিশ্বাসের মধ্যে সম্পর্ক তৈরি করতে শেখাও..।"
অভিনেত্রী আরও লেখেন, "তুমি আমায় যেভাবে সম্মান করো তা আমি ভালোবাসি.. যেভাবে আমাদের সম্পর্ককে সম্মান দিয়েছো তা আমি ভালোবাসি। ভালোবেসে সম্মান দিতে সবাই পারে না… অনেক ভালোবাসি। শুভ জন্মদিন বন্ধু। শুভ জন্মদিন বর। শুভ জন্মদিন আমার পৃথিবী"। এই পোস্টেই অভিষেককে শুভেচ্ছা- ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা।
স্ত্রীয়ের বিশেষ পোস্ট দেখে আপ্লুত বার্থডে বয়। অভিষেক এই পোস্টের নিচে লিখেছেন, "তুমি আমার জীবনকে বেঁচে থাকার যোগ্য করে তুলেছ, তুমি আমাকে আবার আমার সুখ, আমার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছ, তোমার জন্যই আমি প্রতিদিন একজন ভাল মানুষ হওয়ার চেষ্টা করছি, তুমিই আমাকে একজন মানুষ হিসেবে উন্নত করেছ, তুমিই সেই ব্যক্তি যার জন্য আমি আমার ত্রুটিগুলি অনায়াসে সমাধান করছি এবং তুমিই আমাকে আমার এবং তোমার জন্য অত্যন্ত গর্বিত করেছ, আমার সুপার-ওয়াইফ, তোমার ভালোবাসা আসলে মাল্টিভার্সের সকল দেবতার সম্মিলিত আশীর্বাদ, আমি তোমাকে ভালোবাসি শার্লু, তুমিই ঈশ্বর।"
এখানেই শেষ হয়। কেক কেটে জন্মদিন উদযাপনের নানা আদুরে মুহূর্তের একটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, "ডিয়ার ওয়াইফ, তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমার জন্মের একমাত্র উদ্দেশ্য ছিল আমার বাবা-মাকে খুশি করা... কিন্তু এখন আমি জানি, প্রায় সাড়ে তিন দশক আগে, এই দিনে, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তোমার যত্ন নেওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে সমস্ত খারাপ থেকে রক্ষা করার জন্য... সব কিছুর জন্য ধন্যবাদ আমার ভালোবাসা, আমার সুপার-ওয়াইফ, তোমার ভালোবাসা আসলে মাল্টিভার্সের সমস্ত দেবতার সম্মিলিত আশীর্বাদ, আমি তোমাকে ভালোবাসি শার্লু, তুমি ঈশ্বর এবং হ্যাঁ এখন আমি বলতে পারি আমি খুশি... আমায় জন্মদিনের শুভেচ্ছা।" এরকম আদুরে পোস্টে এবং কৃতজ্ঞতা দেখে দারুণ খুশি শার্লি। কমেন্টে তিনি লেখেন, "আজ তোমার জন্মদিন, আর তুমি এখনও আমাকে স্পেশাল অনুভব করাচ্ছ। আমি তোমাকে ভালোবাসি।"
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল গাঁটছড়া বেঁধেছেন 'ফুলকি'-র রোহিত রায়চৌধুরী ও শালিনী। বিয়ের পরে পাহাড়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। রিল ও রিয়েল লাইফের কতটা তফাৎ হয়, তার বড় উদাহরণ এই বিয়ে। কারণ বিয়ে করেন মেগার নায়ক ও খলনায়িকা। বিয়ের জন্য প্যাস্টেল থিম বেছে নিয়েছিলেন জুটি। এদিন শার্লির সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন অভিষেক।