সারা দেশের করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ যে বাড়ছে তা সোশাল মিডিয়ায় বেশ বোঝা গিয়েছে গত কয়েক সপ্তাহে। ফেসবুকে #resignmodi হ্যাশট্যাগে ভরে গিয়েছে বহু ওয়াল। সাধারণ মানুষ থেকে বহু সেলিব্রিটি এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নিজেদের সাধ্যমতো। কিন্তু প্রধানমন্ত্রীর স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট-এর কাজ বন্ধ হয়নি। যা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের প্রাণ আগে, না সাংসদ-প্রধানমন্ত্রীর বিলাসবহুল বাড়ি? এর মধ্যেই মোদীকে বিশেষ অনুরোধ করলেন সঞ্চালক, গায়ক, অভিনেতা এবং বাচিক শিল্পী মীর। সোশাল পোস্টে প্রধানমন্ত্রীর কাছে তাঁর অনুরোধ, 'বেঁচে থাকতে কিছু করুন। মরার পর কাঁদবেন না।'
একটি হিন্দি কবিতার চারটে লাইন দিয়ে পোস্ট করে মীর লেখেন, 'মাননীয় নরেন্দ্র মোদীকে আমার বিনীত বার্তা, জব জিন্দা থে, পুছা নেহি, জো মর গয়ে, আয়ে হ্যায় শোক মনানে... স্যর দয়া করে মানুষ মরে যাওয়ার পর কাঁদবেন না। তাঁরা বেঁচে থাকতে থাকতে কিছু করুন।' মীর লেখেন, 'My humble message to the Hon’ble Narendra Modi
“Jab Zinda The
Poochha Nahin,
Jo Mar Gaye
Aaye Hain Sog Manaane...”
Sir, please don’t ‘cry’ for them when they’re dead.
Please do something while they’re still ALIVE. '
My humble message to the Hon’ble Narendra Modi 🙏 “Jab Zinda The Poochha Nahin, Jo Mar Gaye Aaye Hain Sog...
Posted by Mir Afsar Ali on Wednesday, May 12, 2021পোস্ট করার পর থেকে পোস্টের নীচে কমেন্টে ছয়লাপ হয়ে গিয়েছে। যেখানে মীরকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ করেছেন। অনেকে তাঁকে ঠেস দিয়েছেন, কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও কথা বলছেন না। যদিও মীরের সমর্থনে বহু মানুষ এঁদের উত্তরও দিয়েছেন। গোটা ঘটনায় একটিও কমেন্ট করতে দেখা যায়নি মীরকে।