বাংলা টেলিভিশনের দর্শকদের মনে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন 'মিঠাই' (Mithai) ধারাবাহিকের চরিত্ররা। যার মধ্যে 'উচ্ছেবাবু' ওরফে সিদ্ধার্থ মোদক অর্থাৎ অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) জনপ্রিয়তার মাত্রা একেবারে অন্য পর্যায়। সেই প্রমাণ মেলে অভিনেতার একাধিক ফ্যান ক্লাবের দিকে চোখ রাখলেই। ছোট থেকে বড় পর্দা, 'মিঠাই' শেষ হওয়ার পরে আদৃতের বিভিন্ন মাধ্যমে অভিনয়ের খবর ছড়িয়ে পড়ে। সেই সব জল্পনা এখনও সত্যি হয়নি। তবে আদৃতপ্রেমীরা এখন তাকিয়ে আছে, কবে ফের দেখা যাবে তাঁকে।
আপাতত আদৃতের ছবি বিশ বাঁও জলে। এর মধ্যে টলিপাড়ার অন্দরে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। এবার নাকি ফের বাংলা মেগা সিরিয়ালে দেখা যাবে অভিনেতাকে। স্টুডিয়ো পাড়ার খবর, এন আইডিয়াজের আসন্ন ধারাবাহিকের জন্য ভাবা হচ্ছে আদৃতকে। একটি অন্য রকম প্রেমের গল্পের নায়ক রূপে এবার দেখা যাবে অভিনেতাকে। শোনা যাচ্ছে, আদৃতের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে। যদিও স্বীকৃতি সংবাদমাধ্যমকে জানান, এখনই ধারাবাহিকে ফিরছেন না তিনি। সেই সঙ্গে আদৃতর বিপরীতে কাজ করার প্রসঙ্গও অস্বীকার করেন অভিনেত্রী। তবে আসল সত্যি কি, তা সময়ই বলবে।
আদৃতকে 'পাগল প্রেমী' ছবিতে দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা। অভিরূপ ঘোষের পরিচালনায় প্রেমের এই ছবিতে আদৃতের নায়িকা মুনমুন রায়। বাণিজ্যিক এই ছবিটি তৈরি হচ্ছে এসফিএফ- র ব্যানারে। অনেকটাই শ্যুটিং শেষ, তবে কিছু গানের দৃশ্য ও কয়েকটা ছোট শট বাকি। শোনা যাচ্ছিল, এবছরই মুক্তি পাবে ছবিটি। তবে টলিপাড়ার গুঞ্জন, সেই কাজ নাকি প্রশ্নচিহ্নের মুখে! স্টুডিও পাড়ার খবর, আদৃতের উপর চটে রয়েছেন প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা। ফলস্বরূপ এবছর মুক্তি পাওয়া তো দূর, এই ছবির ভবিষ্যৎ কী হবে বলা যাচ্ছে না এখনই।
ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যাচ্ছে, 'পাগলপ্রেমী' শ্যুটিংয়ের আগে নাকি প্রযোজনা সংস্থার সঙ্গে নায়কের চুক্তি ছিল, এই ছবি মুক্তির আগে তিনি বিয়ে করতে পারবেন না। তবে সেকথা রাখেননি আদৃত। গত ৯ মে টেলি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন 'মিঠাই' অভিনেতা। এছাড়াও আরও একটি কারণে নাকি অভিনেতা উপর অসন্তুষ্ট প্রযোজক। এসভিএফ-র একটি হিন্দি ধারাবাহিকের প্রচার ঝলক শ্যুটিং করার পর নাকি কাউকে না জানিয়ে মুম্বই ছেড়ে কলকাতায় ফিরে আসেন আদৃত। এই দুইয়ের প্রভাবে নাকি কোপ পড়তে পারে 'পাগল প্রেমী'-র উপর। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত অভিনেতা, পরিচালক বা প্রযোজক সরাসরি মুখ খোলেননি।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আদৃতর প্রথম ছবি 'নূর জাহান’। এরপরে 'প্রেম আমার ২' ছবিতেও মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা। 'পাসওয়ার্ড', 'পরিণীতা'-র মতো ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। তবে বড় পর্দার থেকে ছোট পর্দায় বেশি জনপ্রিয়তা পান অভিনেতা।