Advertisement

Aparajita Ghosh Das: ফের মুখ্য চরিত্রে মেগাতে ফিরছেন অপরাজিতা? লীনার নতুন সিরিয়াল নিয়ে জোর জল্পনা

Actress Aparajita Ghosh Das: ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘ বিরতির পরে ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা ঘোষ দাস। মাঝে কয়েকটা ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

অপরাজিতা ঘোষ দাস (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Nov 2024,
  • अपडेटेड 1:56 PM IST

২০২৪ সালে শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। শোনা যাচ্ছে সে তালিকায় যোগ হবে আরও এক মেগার নাম। আর এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘ বিরতির পরে ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা ঘোষ দাস। মাঝে কয়েকটা ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে টলিপাড়া সূত্রের খবর, আবারও কেন্দ্রীয় চরিত্রে মেগা দুনিয়াতে ফিরছেন অপরাজিতা ঘোষ।

সিনেপাড়া বলেছে, লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসের ব্যানারে এই নতুন মেগা সিরিয়াল আসছে স্টার জলসায়। ইতিমধ্যেই নাকি গল্প লেখা শুরু করেছেন লীনা গঙ্গোপাধ্যায়। যদিও এবিষয়ে অপরাজিতা বা লীনা কেউই এখনও মুখ খোলেননি। তবে খবর, দুই মধ্য-বয়স্ক নারী-পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে এগোবে গল্প। আর সেখানেই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে। যদিও তাঁর বিপরীতে কে থাকবেন, তা এখনও জানা যায়নি।  

এক সময় স্টার জলসার 'এখানে আকাশ নীল' ধারাবাহিকে হিয়া চরিত্রে সকলের মন জয় করেছিলেন অপরাজিতা। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত চলেছে এই মেগা। আরও একাধিক ধারাবাহিকের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন তিনি। একাধিক ছবি বা ওয়েব সিরিজ ছাড়াও অপরাজিতাকে  দেখা গেছে 'এক্কা দোক্কা' ধারাবাহিকে অঙ্কিতা চরিত্রে।  

প্রসঙ্গত, এর আগে 'একদিন প্রতিদিন', 'বিজয়িনী', 'কোজাগরী', 'কুসুম দোলা'-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন ঋত্বিক পত্নী অপরাজিতা। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে 'ইতি শ্রীকান্ত', 'চলো লেটস গো', 'বাকিটা ব্যাক্তিগত', 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'-র মতো একাধিক ছবি।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement