Advertisement

Arunima Halder New Serial: অসুস্থতার জন্য বিরতি নিয়েছিলেন, নতুন মেগাতে ফিরছেন অরুণিমা! বিপরীতে কে?

New Bengali Serial: বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অরুণিমা। মেগার পাশাপাশি বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি। ছোট পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল 'কাজলনদীর জলে'-তে।

নতুন চরিত্রে অরুণিমা হালদার (ছবি: সংগৃহীত)নতুন চরিত্রে অরুণিমা হালদার (ছবি: সংগৃহীত)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 11:57 AM IST

চলতি বছরের প্রথম থেকেই শুরু হয়েছে  বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোরদার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। সে তালিকায় যোগ হল 'সোহাগে আদরে'-র নাম। সান বাংলায় আসছে এই নতুন মেগা। মুখ্য চরিত্রে রয়েছেন অরুণিমা হালদার ও শুভ রঞ্জন মুখোপাধ্যায়।  

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অরুণিমা। মেগার পাশাপাশি বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি। ছোট পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল 'কাজলনদীর জলে'-তে। এই ধারাবাহিক শেষ হওয়ার পরে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। বেশ কিছু মাসের বিরতির পর ফের মেগাতে ফিরলেন নায়িকা। এবারও প্রেমের ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। তবে একেবারে নতুন মোড়কে। 

 

নাম শুনেই বোঝা যাচ্ছে, সোহাগের জীবন ঘিরেই তৈরি হচ্ছে নতুন এই মেগা। সূর্যর সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার পর থেকেই সোহাগের জীবন পাল্টে যায়। একদিকে সোহাগ যেমন পরিবার, সম্পর্কে বিশ্বাসী, অন্যদিকে  সূর্য একাবারে তাঁর বিপরীত। যেখানে সোহাগ অত্যন্ত ধৈর্য শীল, পরোপকারী একজন মেয়ে। নিঃস্বার্থভাবে সকলের জন্য কাজ করে সে। সূর্যর চরিত্র অনেকটা জটিল চরিত্র। তার একটা বেদনাদায়ক অতীত আছে। বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে আরও কঠোর হয়ে গেছে সে। সোহাগ কি পারবে পুরনো ক্ষত সারিয়ে, ভাঙা সম্পর্কগুলি মেরামত করতে? কীভাবে সূর্য- সোহাগের বন্ধুত্ব ও প্রেম অটুট হবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। কবে থেকে বা কোন স্লটে দেখা যাবে 'সোহাগে আদরে', তা এখনও জানা যায়নি।

নতুন ধারাবাহিক প্রসঙ্গে অরুণিমা জানালেন, "এই মেগাতে আমার চরিত্রের নাম সোহাগ। যে, নিজের আশেপাশের সকলকে ভালোবেসে থাকতে চায়। জীবনের সব সমস্যার সমাধান ভালোবেসেই করতে চায়। নিজের সব কিছু ত্যাগ করে হলেও, পরিবারকে সুখে- শান্তিতে রাখতে চায় সোহাগ। তবে ওর মধ্যে একটা প্রতিবাদী সত্ত্বাও রয়েছে।" 

Advertisement

অভিনেত্রী যোগ করেন, "আমার শেষ সিরিয়াল করার সময় আমার শরীরটা খুব খারাপ ছিল। জন্ডিস হয়েছিল। এজন্যে একটা বিরতি নিতে চেয়েছিলাম। আমার আগের তিনটে সিরিয়ালে আমি প্রায় কোনও ব্রেক না নিয়েই পরপর কাজ করেছি। এবার ৬- ৭ মাস বিরতির পরে আবার এই মেগার মাধ্যমে কাজে ফিরছি।" 


 

Read more!
Advertisement
Advertisement