২০২৪-র শুরু থেকেই আসছে একের পর এক নতুন বাংলা ধারাবাহিক। সে তালিকায় যোগ হচ্ছে জি বাংলার নতুন মেগা 'মিত্তির বাড়ি'-র নাম। এই মেগার মাধ্যমে প্রায় বছর দেড়েক পরে ফের ছোট পর্দায় ফিরছেন আদৃত রায়। এবার পর্দার উচ্ছেবাবুর পাশে মিঠাইরানি থাকবেন না। আদৃতের নতুন নায়িকা পারিজাত চৌধুরী। নানা জল্পনার পরে, কালী পুজোর দিন প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো।
কলকাতার এক পুরনো পরিবারের গল্প নিয়ে তৈরি হচ্ছে 'মিত্তির বাড়ি'। টেলিপাড়ার একঝাঁক পরিচিত মুখ রয়েছেন ধারাবাহিকে। শঙ্কর চক্রবর্তী, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, অম্লান মজুমদারের মতো শিল্পীদের। প্রোমোতে দেখা যাচ্ছে, মিত্তিরদের নাতি (আদৃত) তার বাবার বিরুদ্ধে দাঁড়াবে পৈত্রিক বাড়ি বাঁচাতে। তার পাশে রয়েছে দাদু-ঠাকুমার আশ্রিতা মেয়েটি (পারিজাত)। কোন স্লট পাবে 'মিত্তির বাড়ি'? এতদিন তা নিয়ে নানা জল্পনা ছিল। এবার অবশেষে জানা গেল, কবে থেকে এবং কখন সম্প্রচার হবে আদৃতর নতুন মেগার।
২৫ নভেম্বর থেকে সোম- শনিবার রাত ৯ টার সময় দেখা যাবে 'মিত্তির বাড়ি'। আগে মনে করা হয়েছিল 'মিঠাই'-র মতো রাত ৮টার সময়ই দেখা যাবে ধারাবাহিকটি। তবে পড়ে জানা যায়, ৮টায় দেখা যাবে 'মিঠাই'-র আরেক সদস্য উদয় প্রতাপ সিংয়ের নতুন মেগা 'পরিণীতা'। বলা যায়, হল্লা পার্টির দুই গুরুত্বপূর্ণ সদস্যর নতুন জার্নি শুরু হচ্ছে প্রায় একই সময়। এবার দেখার, টিআরপি-এর লড়াইয়ে কে কাকে টেক্কা দেয়।
নতুন ধারাবাহিকের প্রথম ঝলক পেয়ে একদিকে যেমন আদৃতপ্রেমীরা দারুণ খুশি, অন্যদিকে অনেকে তুলনা টানছেন 'মিঠাই' ধারাবাহিকের সঙ্গে। প্রোমো-তে এক জায়গায় আদৃতের মুখে শোনা গেল 'আই হেট লাই...'। এর আগে 'মিঠাই'-তে আদৃতের মুখে শোনা গিয়েছিল 'আই হেট সুইটস...'। এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে পরিবারের 'দাদু'। এছাড়া হল্লা পার্টির মতো পরিবারের ইয়ং ব্রিগেড। বহু নেটিজেন আবার পারিজাতের সঙ্গে তুলনা করছেন সৌমিতৃষা কুণ্ডু অর্থাৎ পর্দার মিঠাইয়ের সঙ্গে। আসলে আদৃতের পাশে সৌমিতৃষা ছাড়া অন্য কোনও নায়িকাকে এখনও মেনে নিতে পারছেন না 'সিঠাই' ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, টিআরপি পেতে আবারও 'মিঠাই'-র মতো মেগা আনছে চ্যানেল। এক নেটিজেন আবার 'মিত্তির বাড়ি'-র তুলনা টেনেছেন 'দেশের মাটি' ধারাবাহিকের সঙ্গে।
নতুন মেগা আসার খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েচ সোশ্যাল মিডিয়ায় আদৃত লিখেছিলেন, "যা সবসময় বলা হয়…শিরদাঁড়া সোজা রাখতে হয়। আমার জন্য আরেকটি চরিত্র তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ রাখি ম্যাম! টেলিভিশনের জগতে ফিরে আসার জন্য আপনার হাত ধরার চেয়ে ভাল আর কিছুই হতে পারে না...। আমার ফিরে আসার একমাত্র কারণ হল বঙ্গললনারা যেভাবে আমাকে সাপোর্ট করে চলেছেন। আমাকে আপনাদের মনে রাখার জন্য আপনাকে ধন্যবাদ! এত লম্বা বিরতি নিয়েছি, আরও ভাল কাজ করার জন্য। সকলকে দীপাবলির শুভেচ্ছা...।"
ছোট পর্দায় দারুণ হিট আদৃত। অন্যদিকে পারিজাত বাংলা টেলিভিশনের অচেনা মুখ ঠিকই। তবে টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি নতুন নন। এর আগে 'ইন্দুবালা ভাতের হোটেলে' ওয়েব সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া সত্যম ভট্টাচার্যের সঙ্গে 'হালুম' ছবিতে কাজ করেছেন পারিজাত। যদিও ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়।
আদৃত রায়ের 'পাগল প্রেমী' ছবিটি দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা। অভিরূপ ঘোষের পরিচালনায় প্রেমের এই ছবিতে আদৃতের নায়িকা মুনমুন রায়। বাণিজ্যিক এই ছবিটি তৈরি হচ্ছে এসফিএফ-র ব্যানারে। অনেকটাই শ্যুটিং শেষ, তবে কিছু গানের দৃশ্য ও কয়েকটা ছোট শট বাকি। শোনা যাচ্ছিল, এবছরই মুক্তি পাবে ছবিটি। তবে টলিপাড়ার গুঞ্জন, সেই কাজ নাকি প্রশ্নচিহ্নের মুখে! স্টুডিও পাড়ার খবর, আদৃতের উপর চটে রয়েছেন প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা। ফলস্বরূপ এবছর মুক্তি পাওয়া তো দূর, এই ছবির ভবিষ্যৎ কী হবে বলা যাচ্ছে না এখনই।