সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল।
রেটিং চার্টে এগিয়ে থাকার দৌড়ে খুব অল্প সময়ের মধ্যেই মেগা বন্ধ হওয়াটা যেন ট্রেন্ডে পরিণত হয়েছে। গত মার্চ মাস থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'দুগ্গামণি ও বাঘমামা'। দর্শকদের মনের বেশ কাছে পৌঁছালেও টিআরপি-তে খু্ব একটা প্রভাব ফেলতে পারেনি মানালী দে ও ছোট্ট রাধিকা কর্মকারের এই মেগা সিরিয়াল। এদিকে স্টুডিও পাড়ায় গত কয়েকদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছে, তিন মাসের মধ্যেই নাকি বন্ধ হতে চলেছে ধারাবাহিকটি। টেলিপাড়ায় গুঞ্জন, চলতি সপ্তাহেই নাকি শেষ শ্যুট হবে 'দুগ্গামণি ও বাঘমামা'-র। আর চলতি মাসেই নাকি শেষ সম্প্রচার হবে। যদিও চ্যানেল কর্তৃপক্ষ বা কলাকুশীরা কেউই এনিয়ে এখনও মুখ খোলেননি।
এদিকে আরও একটি খবর শোনা যাচ্ছে। এখনই নাকি কোপ পড়বে না মেগার উপর। শেষ করার সিদ্ধান্ত নিলেও পরে নাকি তা বাতিল করে চ্য়ানেল। ছোট্ট টায়রার চরিত্রটির এন্ট্রির পরে এক নতুন দিকে মোড় নিয়েছে 'দুগ্গামণি ও বাঘমামা'। এজন্যে আরও একটু সুযোগ দিতে চায় আপাতত চ্যানেল।
প্রসঙ্গত, সোম থেকে শুক্রবার রাত ৯.৩০ মিনিটে 'দুগ্গামণি ও বাঘমামা' সম্প্রচার হচ্ছে আপাতত। ৪৫ মিনিট ধরে চলে এই মেগা। সেই সময় প্রতিদ্বন্দ্বী চ্যানেলে 'অনুরাগের ছোঁয়া' ও 'রোশনাই' (প্রথম ১৫ মিনিট) সম্প্রচার হয়। গত সপ্তাহের টিআরপি তালিকায় 'দুগ্গামণি ও বাঘমামা'-র স্কোর ছিল ২.৬ রেটিং পয়েন্ট। অন্যদিকে 'অনুরাগের ছোঁয়া' + 'রোশনাই' পেয়েছে ৪.৬। বলাই বাহুল্য বিশাল ফারাক। এখন দেখার কোন জল্পনাটি সত্যি।