Advertisement

ঢাক বাজিয়ে মন জিতলেন মিঠাই, দেখুন Viral Video

বাংলা ধারাবাহিকের দর্শকদের অত্যন্ত পছন্দের চরিত্র হল মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu). তার রূপে গুণে মুগ্ধ দর্শকরা। মিঠাইয়ের শাড়ি থেকে লম্বা চুলের বিনুনি, কথা বলার ধরন, স্বভাব, মিলে মিশে থাকার গুণ খুবই পছন্দের সকলের। বাংলার দর্শকদের অধিকাংশ শুধু মাত্র মিঠাই রানির জন্য টিভির পর্দায় চোখ রাখেন।

সৌমিতৃষা কুণ্ডুসৌমিতৃষা কুণ্ডু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2022,
  • अपडेटेड 4:41 PM IST

বাংলা ধারাবাহিকের দর্শকদের অত্যন্ত পছন্দের চরিত্র হল মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu). তার রূপে গুণে মুগ্ধ দর্শকরা। মিঠাইয়ের শাড়ি থেকে লম্বা চুলের বিনুনি, কথা বলার ধরন, স্বভাব, মিলে মিশে থাকার গুণ খুবই পছন্দের সকলের। বাংলার দর্শকদের অধিকাংশ শুধু মাত্র মিঠাই রানির জন্য টিভির পর্দায় চোখ রাখেন।

যদিও সূত্রের খবর, পুজোর পর নাকি শেষ হতে পারে মিঠাই। বলা হচ্ছে, হঠাৎ করে টি আর পি তালিকায় বিরাট পতনই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়ার অন্যতম কারণ। তাই খুব সম্ভবত উচ্ছেবাবু-মিঠাইয়ের রসায়ন আর দেখা যাবে না পুজোর পর থেকে। যদিও এই খবর পাকা নয়, তবে বিগত কিছু সপ্তাহ ধরে টিআরপি চার্টে খারাপ ফল করছে মিঠাই টিম। এই সপ্তাহে প্রথম তিনের মধ্যেও ছিল না মিঠাই। এ দিকে, একগুচ্ছ নতুন ধারাবাহিক নতুন জুটি আসতে চলেছে জি বাংলার পর্দায়। তাই এমনটা হতেই পারে তা উড়িয়ে দিচ্ছেন না কেউই।

 

আরও পড়ুন

পুজো আসছে। আর পুজোর আনন্দে ক্রমে সকলে গা ভাসাচ্ছেন। ব্যতিক্রম নন সৌমিতৃষা। সম্প্রতি সৌমিতৃষা ঢাক বাজানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মিঠাই-র পরনে রয়েছে শাড়ি, খোঁপা, মাথায় ফুল, গায়ে গয়না। কাঁধে ইয়া বড় একটা ঢাক তুলে ঢ্যাংকুড়াকুড় তালে বাজিয়ে চলেছেন। ভিডিও পোস্ট করে সৌমিতৃষা লিখেছেন, 'একটু ঢাক বাজানো শিখলাম।'

মিঠাই-এর অনুরাগীরা তাকে এমন সুন্দর ঢাক বাজাতে দেখে প্রশংসায় পঞ্চমুখ। কেউ লিখেছেন, ‘আমাদের অলরাউন্ডার মিঠাই বুড়ি টা’, কেউ বলেছেন, ‘মিষ্টি ঢাকি ও ঢাকের বাজনা মন ভালো হয়ে গেল’। কেউ লিখেছেন, ‘সবকিছুতেই একটু বেশি মিষ্টি লাগে মেয়েটা।’ প্রসঙ্গত, সৌমিতৃষা-র বাবা তাঁকে এ বার পুজোয় নতুন আইফোন গিফট করেছেন। iPhone 14 Pro Max পেয়ে তিনি বেশ খুশি। এমন একটা উপহার যে কোনও মানুষকে খুশি করতে পারে সন্দেহ নেই।

 

Read more!
Advertisement
Advertisement