বাংলা টেলিভিশনের চেনা মুখ আদৃত রায়, রুবেল দাস, উদয় প্রতাপ সিং, রণজয় বিষ্ণুরা। চার অভিনেতার বিপুল সংখ্যক অনুগামী রয়েছে। সে প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। সিরিয়ালের বাইরেও সুযোগ পেলেই মাঝে মধ্যেই জমিয়ে আড্ডা দেন তাঁরা। এবার সেরকমই এক ভিডিও প্রকাশ্যে এল। যা ইনস্টা পেজে শেয়ার হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।
ভিডিওটি শেয়ার করেছেন অভিনেতা অনিমেষ রানা ভাদুড়ি। দেখা যাচ্ছে, গিটার বাজিয়ে ধরেছেন গান ধরেছেন আদৃত এবং সেই গানের সঙ্গে জমিয়ে নাচছেন রুবেল। 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবির জনপ্রিয় গান 'সনোরিটা' গেয়েছেন আদৃত। এই গান আজও দর্শকদের মনের একেবারে কাছের। প্রিয় অভিনেতার গলায় এই গানটি শুনে দারুণ খুশি আদৃতর ফ্যানেরা।
দিন দিন আদৃত রায়ের জনপ্রিয়তা বেড়েই চলেছে। একদিকে তিনি যেমন ভাল অভিনেতা, সেই সঙ্গে কতটা ভাল গায়ক, একথা বোধ হয় সকলেরই জানা। অভিনয়ের পাশাপাশি কনসার্ট ও বিভিন্ন গানের শো করেন আদৃত। এমনকী তাঁর ব্যান্ডও আছে। যেখানে মুখ্য গায়ক হিসাবে তিনি গান করেন। অন্যদিকে রুবেলও অভিনয়ের পাশাপাশি দারুণ নাচ করেন। তাঁদের উৎসাহ দিচ্ছেন বাকি তারকারা। সব মিলিয়ে জমজমাট পারফরম্যান্স। যদিও সকলে কোথায় গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। ভিডিওর কমেন্টবক্সে মন্তব্য করেছেন বহু তারকারা।
প্রসঙ্গত, এই মুহূর্তে 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়। রুবেল দাস কাজ করছেন 'তুই আমার হিরো' ধারাবাহিকে, উদয় প্রতাপ সিংকে দেখা যাচ্ছে 'পরিণীতা' মেগাতে এবং রণজয় বিষ্ণু রয়েছেন 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে। চার অভিনেতাকে এরকম হালকা মেজাজে নিজেদের মধ্যে মজা করতে দেখে দারুণ খুশি অনুগামীরাও।