Advertisement

Bengali Television Actress in Monikini: মনোকিনিতে বোল্ড লুকে 'হরগৌরী পাইস হোটেল'-র ঐশানী! চোখ আটকাল নেটিজেনদের

Suvosmita Mukherjee: মেগাতে শুভস্মিতাকে দেখা যায় একেবারে অন্য রকম রূপে। বেশীরভাগ সময়ই শাড়িতে সাজেন তিনি। তবে এবার 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের ঐশানী বয়া গৌরীকে দেখা গেল একেবারে বোল্ড অবতারে।

শুভস্মিতা মুখোপাধ্যায় (ছবি: ইনস্টাগ্রাম)শুভস্মিতা মুখোপাধ্যায় (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Dec 2024,
  • अपडेटेड 11:08 AM IST

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ শুভস্মিতা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। ট্রেন্ডিং রিলস থেকে শুরু করে জীবনের নানা মুহূর্তই অনুগামীদের সামনে তুলে ধরেন অভিনেত্রী। তাঁর ফ্যানেদের সংখ্যাও নেহাতই কম নয়। সে প্রমাণ মেলে সোশ্যাল পেজে চোখ রাখলেই।

মেগাতে শুভস্মিতাকে দেখা যায় একেবারে অন্য রকম রূপে। বেশীরভাগ সময়ই শাড়িতে সাজেন তিনি। তবে এবার 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের ঐশানী বয়া গৌরীকে দেখা গেল একেবারে বোল্ড অবতারে। যা দেখে রীতিমতি চোখ আটকেটেছে নেটিজেনদের। 

সমুদ্র খুবই পছন্দ করেন শুভস্মিতা। নিজেকে 'বীচ বেবি' বলেন তিনি। এবার সকলের সামনে তিনি ধরা দিলেন মনোকিনিতে। সম্প্রতি ইনস্টাতে একটি ভিডিও শেয়ার করেছেন টেলি নায়িকা। ভ্যাকেশনের টুকরো- টুকরো মুহূর্ত রয়েছে সেখানে। সমুদ্র সৈকতে আগুন ঝরাচ্ছেন পর্দার ঐশানী। রকমারি বীচওয়্যারে তিনি সেট করছেন ফ্যাশন গোলস। কমেন্ট বক্সে অনুগামীরা ভরিয়ে দিয়েছে উষ্ণ ভালোবাসায়। 

আরও পড়ুন

 

খুব কম সময়ের মধ্যেই ছোটপর্দায় জনপ্রিয়তা পেয়েছেন শুভস্মিতা। ক্যামেরার সামনে কাজ করার আগে, তিনি ক্যামেরার পিছনে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন। মেগার কাজ করতে করতেই বড় পর্দায় ব্রেক পেয়েছেন শুভস্মিতা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 'ঘাসজমি' ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সুমন্ত্র রায় পরিচালিত এই ছবিটি মুক্তির আগেই ৮০টির বেশি পুরস্কার জিতেছে। এছাড়াও  'চেঙ্গিস' ছবিতেও কাজ করেছেন তিনি।
  
 

Read more!
Advertisement
Advertisement