Advertisement

Tonni Laha Roy In Bikini: বোল্ড বিকিনি লুকে তন্বী! সমুদ্র -সৈকতে টেলি নায়িকার সঙ্গী কে?

Tollywood Actress Bold Look: নেতিবাচক চরিত্রের মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টা পেজে একটি খোলামেলা ছবি শেয়ার করেছেন তন্বী। সে ছবির উষ্ণতায় রীতিমতো কাবু নেটপাড়া। 

অভিনেত্রী তন্বী লাহা রায়অভিনেত্রী তন্বী লাহা রায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 5:40 PM IST

বাংলা টেলিভিশনের চেনা মুখ তন্বী লাহা রায়। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। তাঁর ফ্যানেদের সংখ্যা বিপুল। সোশ্যাল পেজে ঢুঁ মারলেই সেই প্রমাণ মিলবে। 'মিঠাই' শেষ হওয়ার পর দীর্ঘদিন বিরতি নিয়েছিলেন। এরপর 'চিরদিনই তুমি যে আমার'-মেগাতে দেখা যাচ্ছে তাঁকে। আবারও নেতিবাচক চরিত্রের মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টা পেজে একটি খোলামেলা ছবি শেয়ার করেছেন তন্বী। সে ছবির উষ্ণতায় রীতিমতো কাবু নেটপাড়া। 

সমুদ্র সৈকতে জলকেলির মাঝেই পোজ দিয়েছেন তন্বী লাহা রায়। লাল রঙা বিকিনিতে তাঁর বোল্ড লুক দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। ক্যাপশনে লিখেছেন, "রেড ফ্ল্যাগ? না, শুধু লাল বিকিনি...।" ছবিতে লোকেশন নিয়ে কিছুই ইঙ্গিত দেননি টেলি নায়িকা। তবে ছবি দেখে বোঝা যাচ্ছে, থাইল্যান্ড ট্রিপের মাঝেই সেই মুহূর্ত লেন্সবন্দি করেছিলেন তিনি।

 

আরও পড়ুন

 

কিছু দিন আগে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন তন্বী। সোশ্যাল পেজে সেখানকার বেশ কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সেসময়ই বোল্ড লুকে সকলের নজর কেড়েছিলেন। মনোকিনিতে পোজও দিয়েছিলেন। শেয়ার করার কিছুক্ষণেই মধ্যেই তাঁর কমেন্ট বক্স ভরেছিল, প্রশংসায়। অভিনেত্রীর লাল বিকিনি পরা ছবিতেও মন মজেছে নেটিজেনদের। যদিও এই ট্রিপে তাঁর সঙ্গী কে, তা জানা যায়নি। 

ধারাবাহিকে ইতিবাচক থেকে নেতিবাচক চরিত্রে  বারবার দর্শকের মন জয় করেছেন তন্বী। শুধু মেগা নয়, বড়পর্দায়ও নজর কেড়েছেন তিনি। প্রেমেন্দু বিকাশ চাকির 'আলাপ' ছবিতে মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন তিনি। এদিকে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি ইতিধ্যেই দর্শক বেশ পছন্দ করছেন। এখানে মীরা চরিত্রে যাচ্ছে তাঁকে।  

প্রসঙ্গত, কিছু মাস আগে পর্যন্ত অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গে সম্পর্কে ছিলেন তন্বী। দু'জনে প্রেমের সিলমোহরও দেন। এমনকী টলিপাড়ায় খবর রটেছিল, এবছরই বিয়ে করছেন তাঁরা। পরে জানা যায়, বিচ্ছেদ হয়েছে জুটির। রাজদীপের সঙ্গে সম্পর্কের আগে, কোরিওগ্রাফার স্যান্ডির সঙ্গে সম্পর্কে ছিলেন তন্বী।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement