জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' (Big Boss)-র ফিনালে পর্বের দিকে এগোচ্ছে। প্রতিযোগীরাও তাঁদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন নিজেদের আসন টিকিয়ে রাখতে। প্রতি সিজনেই দর্শকদের জন্যে পরতে পরতে যেমন থাকে চমক, তেমনই প্রত্যেকবারই সমালোচনার শীর্ষে ওঠে এই রিয়েলিটি শো। ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে বিগ বসের সিজন ১৪। এই সিজন নিয়েও শুরু থেকেই চলছে জল্পনা। তবে শোনা যাচ্ছে, ফিনালেতে 'লাইভ ভোট'-করার ব্যবস্থা করছেন কর্তৃপক্ষ।
যত ফিনালের দিকে এগোচ্ছে, তত টানটান হচ্ছে উত্তেজনা। খবর অনুযায়ী, এক ঘণ্টার 'লাইভ ভোটিং' (Live Voting) থাকতে পারে অন্তিম দিন। তার মধ্যে রুবিনা দিলায়ক (Rubina Dilaik) ও রাহুল বৈদ্য (Rahul Vaidya) প্রথম ও দ্বিতীয় স্থানে থাকবে বলেই শোনা যাচ্ছে। 'বিগ বস'-এর সিজন ১৩ তে সিদ্ধার্থ শুক্লা ও অসিম রিয়াজের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছিল।
তবে তার আগের পর্বগুলিতেও থাকবে চমক। বিশেষ অতিথি হিসাবে থাকছেন কমেডি ক্যুইন ভারতী সিং (Bharti Singh) ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া (Harsh Limbachiya)। চ্যানেলের সম্প্রচারিত প্রোমোতে তা ধরা পড়েছে।
এর আগে হাউজে ওয়াইল্ড কার্ডে প্রবেশ করেছিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। আর তারপর থেকেই চলছে একের পর এক হইচই ফেলা কান্ড। হাউজে বিশেষ অতিথি হিসাবে আসবেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। আর তিনিই ঘোষণা করবেন, হাউজে ওয়াইল্ড কার্ডে প্রবেশ করতে চলেছেন আরও একজন।
তাহলে আবারও পিছিয়ে যাবে ফিনালে? আগে ঠিক ছিল ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত চলবে 'বিগ বস ১৪'। হঠাৎই ঘোষণা হয় ডিসেম্বরেই শেষ হয়ে যাবে এই রিয়েশিটি শো। কিন্তু তা হয়নি। উল্টে প্রায় প্রতি এপিসোডেই থাকছে নয়া ট্যুইস্ট। তা জানা যাবে 'বিগ বস'-এর পর্বগুলি দেখে।