Advertisement

Dadagiri: আসছে সৌরভের 'দাদাগিরি আনলিমিটেড', কবে থেকে শুরু?

Sourav Ganguly's Non Fiction Show: অল্প সময়েই বন্ধ হয়ে যাচ্ছে অনেক মেগা। ছোট পর্দায় ধারাবাহিকের পাশাপাশি, নন -ফিকশন শো-গুলির জনপ্রিয়তা অনেকটাই।

সৌরভ গঙ্গোপাধ্যায়সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2023,
  • अपडेटेड 7:06 PM IST

আসছে 'দাদাগিরি আনলিমিটেড' (Dadagiri Unlimited) সিজন ১০। এই খবর কিছুদিন আগে সবার প্রথম দিয়েছিল bangla.aajtak.in। গত সপ্তাহে 'দাদাগিরি' (Dadagiri)-র সেট থেকে ছবি শেয়ার করেছেন সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবারও ফের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন তিনি। মঙ্গলবার প্রকাশ্যে এল প্রথম প্রোমো। 

বাংলা টেলিভিশনে চলছে জোরদার টক্কর। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক (New Serial)। আবার অল্প সময়েই বন্ধ হয়ে যাচ্ছে অনেক মেগা। ছোট পর্দায় ধারাবাহিকের পাশাপাশি, নন -ফিকশন শো-গুলির (Non- Fiction Show) জনপ্রিয়তা অনেকটাই। 'দাদাগিরি'-র, আটটি সিজন সঞ্চালনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

 

আরও পড়ুন

 

আগের নয়টি সিজনের সাফল্যের পর ফের আসছে 'দাদাগিরি'। ২০০৯ সালে জি বাংলায় প্রথম সম্প্রচারিত হয়েছিল এই ক্যুইজ শো। এরপর আটটি সিজনের সঞ্চালনা করেন সৌরভ। টেলিভিশন জগতে এটাই ছিল তাঁর হাতেখড়ি। শুধুমাত্র সিজন ৩ -র সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু অন্যান্য সিজনের তুলনায় এই সিজনটি কিছুটা কম জনপ্রিয় হয়। 

প্রথম প্রচার ঝলক সামনে আসার কিছুক্ষণের মধ্যেই 'দাদাগিরি'-র এই প্রোমো নেট্মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে bangla.aajtak.in- কে জি বাংলার চিফ ক্লাস্টার অফিসার (ইস্ট প্রোগ্রামিং) সম্রাট ঘোষ, জানিয়েছিলেন, "পুজোর কাছাকাছি সময়ে আসবে 'দাদাগিরি'। সৌরভ গঙ্গোপাধ্যায়ই থাকবেন সঞ্চালক রূপে। আগের ফরম্যাটেই এবারের শো হওয়ার কথা।"

 

 

অডিশন নিতে রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে টিম 'দাদাগিরি'। বর্তমানে জি বাংলায় শনি ও রবিবার রাত ৯.৩০ মিনিটে দেখা যায় 'ডান্স বাংলা ডান্স'। নাচের এই রিয়্যালিটি শো শেষ হলেই, সেই জায়গায় শুরু হবে 'দাদাগিরি'।     
 
শুধুমাত্র সপ্তাহান্তে সম্প্রচারিত হওয়া সত্ত্বেও, 'দাদাগিরি' অন্যান্য সমস্ত মেগা সিরিয়ালগুলিকে টিআরপি -রেটিং চার্টে যথেষ্ট টেক্কা দেয়। প্রতি পর্বেই বুদ্ধিমত্তার পাশাপাশি উঠে আসে নিত্য নতুন প্রতিভা।'দাদাগিরি আনলিমিটেড' নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নন-ফিকশন শো এবং দর্শকেরা বিপুল ভাবে এটি উপভোগ করেন। 

Advertisement

প্রসঙ্গত, 'দাদাগিরি আনলিমিটেড'-র টাইটেল ট্র্যাকটিও খুবই জনপ্রিয়। সৌরভের জন্যেই মূলত গানটা লেখা হয়েছিল। যেটি গেয়েছিলেন অরিজিৎ সিং। বলাই বাহুল্য সৌরভের অসাধারণ এবং সাবলীল সঞ্চালনা এই ক্যুইজ শো-কে আরও আকর্ষণীয় করে তোলে। 

 

Read more!
Advertisement
Advertisement