Advertisement

Deboshree Ganguly: এবার বাংলা মেগা শুভশ্রীর দিদি দেবশ্রী, পাকাপাকি অভিনয়ে নাম লেখালেন?

Deboshree Ganguly: নতুন মেগাতে গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে টেলিভিশনে ডেবিউ করবেন দেবশ্রী। তাঁকে সই করানোর জন্য প্রযোজনা সংস্থার তরফে প্রথম ফোন গিয়েছিল তাঁর বোন শুভশ্রীর কাছে।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও দেবশ্রী গঙ্গোপাধ্যায় (ছবি: ফেসবুক)শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও দেবশ্রী গঙ্গোপাধ্যায় (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Sep 2023,
  • अपडेटेड 7:54 PM IST

বোনের মতো দিদিও নাম লিখিয়েছেন অভিনয় জগতে, বেশ কিছুদিন হল। কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে। বড় পর্দায় তাঁকে এর আগে দেখেছেন দর্শক। এবার ছোট পর্দায় দেখা যাবে তাঁকে। লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে অভিনয় করবেন দেবশ্রী।   
  
স্টার জলসার নতুন ধারাবাহিক 'জল থই থই ভালোবাসা'-তে মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, চন্দন সেন ও অনুশা বিশ্বনাথনকে।  নতুন এই মেগাতেই গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে টেলিভিশনে ডেবিউ করবেন দেবশ্রী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমি সত্যিই আশাবাদী। অপরাজিতাদির সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। বহু দিনের ইচ্ছা ছিল। এত দিন ভয় লাগত যে সময় দিতে পারব কি না। কারণ আমার একটা ছোট ব্যবসা আছে। লীনাদির থেকে কাজের সুযোগ পেয়ে দ্বিতীয় বার ভাবিনি। এই সিরিয়ালের গল্পটাও একেবারে অন্য রকমের। আর 'প্রাক্তন'-র অপাদির ভক্ত আমি। এই সব মিলিয়ে হ্যাঁ করে দিলাম।”

শোনা যাচ্ছে, দেবশ্রীকে সই করানোর জন্য 'ম্যাজিক মোমেন্টস্‌'-র তরফে প্রথম ফোন গিয়েছিল তাঁর বোন শুভশ্রীর কাছে। দেবশ্রীর যোগাযোগ নম্বর প্রযোজনা সংস্থার তরফে নেওয়া হয় তাঁর কাছে থেকেই। বোন ও তাঁর স্বামী, পরিচালক- প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে আলোচনার পরেই এই কাজটি করতে সম্মতি জানান তিনি। 

রাজর্ষি দে-র ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'-তে প্রথম দেখা যায় দেবশ্রীকে। এরপর অরিত্র মুখোপাধ্যায়ের 'ফাটাফাটি' ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত। এবার একেবারে নয়া জার্নি শুরু, তাই বেশ উৎসাহিত ও উত্তেজিত দেবশ্রী। বাংলা টেলিভিশনের মাধ্যমে দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠা যায়। বাঙালি দর্শকেরা তাঁকে কতটা আপন করে নেন, এবার সেটাই দেখার। 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement